তলানির চার দলে থাকবে বাংলাদেশ : কার্তিক

ওয়ানডে সুপার লিগে দাপট দেখানো বাংলাদেশ অন্তত সেমিফাইনালে খেলবে এমন স্বপ্ন দেখছিলেন অনেকেই। তবে বিশ্বকাপের আগমুহূর্তে দেশের ক্রিকেটে একের পর এক নাটক এবং বিশ্বমঞ্চে এখন পর্যন্ত পারফরম্যান্সে তেমন ছাপ রাখতে পারেনি টিম টাইগার্স।
আফগানদের উড়িয়ে শুরুটা রঙিন করলেও পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাত্তাই পায়নি সাকিব আল হাসানের দল। ছন্দে না থাকা বাংলাদেশ তলানির চার দলের একটি হবে বলে মন্তব্য করেছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার দিনেশ কার্তিক।
গতকাল (বুধবার) পর্যন্ত বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে আছে নিউজিল্যান্ড এবং ভারত। সর্বশেষ ম্যাচে আফগানদের হারিয়ে চার ম্যাচের চারটিতেই জয় নিশ্চিত করেছেন কিউইরা। অন্যদিকে, জয়ের হ্যাটট্রিক স্বাগতিক ভারতের। দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান। এদের মধ্যে এগিয়ে প্রোটিয়ারা। পাকিস্তান পিছিয়ে আছে বেশ বড় ব্যবধানে।
অন্যদিকে, এক জয় ও দুই হারে বিশ্বকাপের রাউন্ড রবিন লিগের পয়েন্ট আছে টেবিলের ছয়ে আছে বাংলাদেশ। টাইগারদের সমান এক ম্যাচ জিতে রানরেটে এগিয়ে থাকায় টেবিলের পাঁচে আছে ইংল্যান্ড। বাংলাদেশের পরে আছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডস। ২ পয়েন্ট করে পেলেও রানরেটে পিছিয়ে রয়েছে তারা। আর সবার শেষে আছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত কোনো ম্যাচ জেতা হয়নি তাদের।
রানরেটের হিসেবটা খুব একটা অনুকূলে নেই টাইগারদের জন্য। আর তাই বাকি থাকা ৬টি ম্যাচই বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ। আজ ভারতের বিপক্ষে হারলেই সেমিফাইনালে ওঠার রাস্তা আরও কঠিন হয়ে পড়বে টাইগারদের জন্য। এর মধ্যেই বাংলাদেশ খুব একটা ভালো করতে পারবে না বলে ভবিষ্যদ্বাণী করলেন কার্তিক।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক অনুষ্ঠানে বিশ্বকাপে তলানির চার দল কারা হতে পারে বলে প্রশ্ন করেন এক ক্রিকেট অনুরাগী। শুরুতেই বাংলাদেশের নাম নিয়ে কার্তিক নিজের মতামত জানান, ‘আমার মনে হয়, শেষের চার দল হবে বাংলাদেশ, নেদারল্যান্ডস, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। গত কিছুদিন শ্রীলঙ্কা ভালো খেলছে না। ওদের অধিনায়কও টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। দলটা কিছুটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তবে এ মুহূর্তে এমনটাই মনে হচ্ছে আমার।’
এফআই