আইপিএলে মাঠে নেমেই রেকর্ড গড়লেন তিনি

তার লেগ স্পিন জাদুতে বোকা বানান ব্যাটসম্যানদের। বিশ্ব ক্রিকেটে এখন পরিচিত নামগুলোর একটি ইউজবেন্দ্র চাহাল। রঙিন পোশাকের ক্রিকেটে ভারতের অন্যতম ভরসার নাম তিনি। তবে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অনন্য এক মাইলফলক গড়েছেন এই স্পিনার।
শুক্রবার শুরু হয়েছে আইপিএলের ১৪তম আসর। উদ্বোধনী দিনে মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টস হেরে যেখানে আগে ব্যাট করতে নেমেছে মুম্বাই ইন্ডিয়ানস।
এই ম্যাচে বেঙ্গালুরুর একাদশে আছেন চাহাল। এতেই ছুঁয়েছেন একটি মাইলফলক। মুম্বাইয়ের বিপক্ষে এই ম্যাচটি তার আইপিএল ক্যারিয়ারের একশ তম ম্যাচ। ১৫তম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন চাহাল।
এই ম্যাচের আগে ৯৯ ম্যাচে মাঠে নেমে ওভার প্রতি ৭.৬৭ গড়ে রান দিয়ে ১২১ উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতে ১৬ ম্যাচে মাঠে নেমে করেছেন ২২ রান।
এমএইচ