বাংলাদেশ ফুটবল দলকে আর্জেন্টিনার অভিনন্দন

বাংলাদেশ-আর্জেন্টিনার দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ উষ্ণ। সেটি নানা পরিস্থিতিতে বারবারই প্রমাণ পাওয়া গেছে। যা উভয়ের সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ যাত্রা শুরুর আগমুহূর্তে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) শুভকামনা জানিয়েছিল। এবার জামাল ভূঁইয়ার ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছে এএফএ।
বিশ্বকাপের প্রাক-বাছাইপর্বে মালদ্বীপকে হারানোয় দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে বাংলাদেশ। ইতোমধ্যে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ এবং ভেন্যুও চূড়ান্ত হয়েছে। প্রিলিমিনারি বাছাইয়ের রাউন্ড দুইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবেন জামাল ভূঁইয়ারা। মেলবোর্নের অ্যামি পার্কে নভেম্বরের ১৭ তারিখ হবে সেই ম্যাচ।
বাংলাদেশ ফুটবলের এমন অর্জনে এএফএ অভিনন্দন জানিয়ে লিখেছে, ‘বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ওঠায় বাংলাদেশকে অভিনন্দন! আমরা আশা করি একদিন তোমাদের সবচেয়ে বড় মঞ্চে (বিশ্বকাপ) দেখতে পাব।’
¡Felicitaciones a Bangladesh por clasificarse para la segunda ronda de las Eliminatorias para la Copa del Mundo! Esperamos verte algún día en el escenario más grande. #Bangladeshfootball #AFA #bkash
Posted by AFA - Selección Argentina on Friday, October 20, 2023
এর আগে বাংলাদেশের ফুটবলের খবর ঠাঁই পেয়েছিল আর্জেন্টিনার পত্রিকায়। মালদ্বীপকে হারানো খবর ছেপেছে আর্জেন্টিনার গণমাধ্যম ‘ওলে ফুটবল ইন্টারন্যাশিওনাল’। তাতে শিরোনাম করা হয়েছে, ‘বাংলাদেশ : আর্জেন্টিনার বন্ধু নিজেদের বিশ্বকাপ খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে।’
খবরে বলা হয়েছে, আর্জেন্টিনার বন্ধুরাষ্ট্র বাংলাদেশ মঙ্গলবার এশিয়ান বাছাইয়ের দ্বিতীয় লেগের ম্যাচে বাংলাদেশকে ২-১ গোলে পরাজিত করেছে। আর সেইসঙ্গে নিজেদের ইতিহাসে প্রথমবারের মত বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে।
এএইচএস