কিংবদন্তি ফুটবলার স্যার ববি চার্লটন মারা গেছেন

ইংল্যান্ড এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুটবলার স্যার ববি চার্লটন শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ৮৬ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন এই ফুটবল কিংবদন্তি।
শনিবার (২১ অক্টোবর) পরিবারের পক্ষ থেকে চার্লটনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ববি চার্লটনই সর্বপ্রথম ব্যক্তি যিনি একইবছর বিশ্বকাপ এবং ব্যালন ডি'অর পেয়েছিলেন (১৯৬৬)। ক্লাব পর্যায়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে গিয়েছিলেন অন্য উচ্চতায়। জর্জ বেস্ট আর ডেনিস ল’ কে নিয়ে করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ‘হোলি ট্রিনিটি’। ক্লাব পর্যায়ে ইউনাইটেডের বিখ্যাত বাসবি বেইবসের (কোচ ম্যাট বাসবির শিষ্য) অংশ ছিলেন।
১৯৫৮ সালে জার্মানির মিউনিখে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় তার ইউনাইটেড সতীর্থদের আটজনসহ মোট ২৩ জন প্রাণ হারান। মিউনিখ এয়ার ট্র্যাজেডির পর ম্যান ইউয়ের যে ৯ জন খেলোয়াড় বেঁচে ছিলেন, তাদের একজন ছিলেন এই ববি চার্লটন।

ওয়েইন রুনির আগে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইংল্যান্ড দুই ক্ষেত্রেই সর্বোচ্চ গোলদাতা ছিলেন স্যার চার্লটন। ইউনাইটেডের জার্সিতে একবার ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়নস লিগ), একবার এফএ কাপ এবং ৩ বার লিগ শিরোপা জিতেছেন এই কিংবদন্তি।
আর ইংল্যান্ডের জার্সিতে ১৯৬৬ সালে জিতেছিলেন ফুটবল বিশ্বকাপ শিরোপা। ফুটবলে অসামান্য অবদানের জন্য নাইটহুড পেয়েছিলেন ১১৯৪ সালে। ২০০৮ সালে বিবিসির লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন।
চার্লটনের মৃত্যুতে শোক জানিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যান ইউ এবং ইংলিশ ফুটবলের ইতিহাসে তার কৃতিত্ব চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছে ক্লাবটি।
জেএ/কেএ