সাকিবকে খেলানোর ব্যাপারে কী ভাবছে কলকাতা?

দীর্ঘ তিন বছর পর আবারও কলকাতা নাইট রাইডার্সে ফিরেছেন সাকিব আল হাসান। তবে নিজের আট মৌসুমে সাকিবের খেলার সুযোগটা ছিল খুব কম। যখনই খেলেছেন, নিজের নামের প্রতি সুবিচারটা অবশ্য করতে ভোলেননি। তবে অতীত অভিজ্ঞতা থেকে এবারও প্রশ্ন ধেয়ে আসছে,সাকিবকে কাজে লাগাতে পারবে তো কলকাতা?
চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল পুনরুদ্ধারের মিশন শুরু কলকাতা নাইট রাইডার্সের। প্রথম ম্যাচেই সাবেক দলের বিরুদ্ধে প্রথম একাদশে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে, জানাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা।
নাইট রাইডার্সের বিশ্বস্ত সূত্র ধরে পত্রিকাটি জানিয়েছে, কোয়ারেন্টাইন শেষ করে এক দিনের অনুশীলনে ভরসা করেই প্যাট কামিন্সকে মাঠে নামানোর ঝুঁকি নিচ্ছে না দলটি। গেল মৌসুমে সংযুক্ত আরব আমিরাতে কোয়ারেন্টাইন শেষেই মাঠে নামতে হয়েছিল কামিন্সকে। রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিন ওভারে সেদিন ১৫.৫ কোটি রুপিতে মূল্যের এই পেসার হজম করেছিলেন ৪৯ রান। তাই এবার তাকে বুঝে শুনে ব্যবহার করতে চায় কলকাতা।
প্রথম ম্যাচে কামিন্সের অনুপস্থিতিই মূলত সাকিবকে খেলানোর কথা ভাবাচ্ছে কলকাতাকে। আরেকটা কারণও বড় নিয়ামক হিসেবেই কাজ করছে সাকিবকে খেলানোর কথা ভাবার পেছনে। সেটা হলো চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের পিচ।
চলতি আইপিএলে সবচেয়ে বেশি স্পিন সহায়ক উইকেটের কথা যদি বলা হয়, তাহলে চিদাম্বরম স্টেডিয়াম আসবে সবার আগে। এখানকার পিচ বরাবরই স্পিনারদের দিকে বাড়িয়ে দেয় সাহায্যের হাত। এখানেই হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্টটি। সে রকম র্যাঙ্ক টার্নার না হলেও উইকেট থেকে যে সহায়তা পাবেন স্পিনাররা, তা একরকম নিশ্চিত। সেজন্যেই একজন অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার খেলানোর ব্যাপারে আগ্রহী নাইট রাইডার্স।
এদিকে তার ব্যাটিং ক্ষমতার দিকেও নজর আছে কলকাতার। শুক্রবার অনুশীলনেই তাকে নেটে ব্যাট করানো হয়েছে এক ঘণ্টা। পাশের নেটেই ছক্কা মারার অনুশীলনে দেখা গেছে আন্দ্রে রাসেলকে, জানাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যম। তাদের ধারণা, হায়দরাবাদ ম্যাচের জন্যেই এই বিশেষ অনুশীলন করানো হয়েছে দু’জনকে।
নজর থাকছে অভিজ্ঞ অফস্পিনার হরভজন সিংহের উপরেও। চেন্নাইয়ে তাঁকে খেলানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। খেলাটা চিদাম্বরমে বলেই এ ভাবনা কলকাতার। সম্ভাবনা আছে বরুণ চক্রবর্তী, হরভজন ও সাকিব, এই ত্রয়ীকে একসঙ্গে প্রথম ম্যাচে খেলানোর।
এনইউ