ভারত-নিউজিল্যান্ড ম্যাচের স্মরণীয় মুহূর্ত কোনটি

এবারের বিশ্বকাপের সেরা দুই দল মুখোমুখি হয়েছিল ৫ম রাউন্ডের প্রথম ম্যাচে। ভারত আর নিউজিল্যান্ডের সেই ম্যাচ রোমাঞ্চ ছড়িয়েছে। দুই দলই দেখিয়েছে বিশ্বমঞ্চে কেন তারা এতটা ধারাবাহিক। স্বাগতিক ভারত যদিও শেষ হাসি হেসেছে, তবে কিউইরা ছেড়ে কথা বলেনি।
ধর্মশালায় অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে স্কোরবোর্ডে ২৭৩ রান জমা করে নিউজিল্যান্ড। ড্যারেল মিচেলের সেঞ্চুরির পাশাপাশি রাচিন রবীন্দ্রের অর্ধশতক কিউইদের এনে দেয় লড়াকু পুঁজি। জবাবে বিরাট কোহলির ৯৫ এর সঙ্গে রবীন্দ্র জাদেজা এবং রোহিত শর্মার ব্যাটে ভর দিয়ে ম্যাচ জেতে ভারত।
একনজরে আজকের ম্যাচের স্মরণীয় মুহূর্তগুলো

১৯ রানে নেই ২ উইকেট। ভারতের দাপুটে শুরুর পর নিউজিল্যান্ডের দুই ব্যাটার রাচিন রবিন্দ্র ও ড্যারিল মিচেল দারুণ জবাব দিচ্ছেন। ১৩০ বলে ১২৮ রানের জুটি গড়েছেন। পেয়েছেন ব্যক্তিগত ফিফটি।

রাচিন রবীন্দ্র’র সঙ্গে দারুণ জুটি গড়েছেন। শেষমেশ রবীন্দ্র ফিফটি হাঁকিয়ে ফিরলেও ব্যক্তিগত সেঞ্চুরি পেয়েছেন ড্যারিল মিচেল। ১০০ বলে ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি।

আরও একটা ফিফটি তুলে নিয়েছেন কোহলি। তার সঙ্গেই ভুল বোঝাবুঝিতে রান আউট হয়েছেন সূর্যকুমার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াইটা এবার কোহলির একার