শরিফুলের নাচ, বুনো উল্লাস মুশফিক-মিরাজের

টানা হারে দেয়ালে পিঠটাই ঠেকে গিয়েছিল বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার ম্যাচটায় দরকার ভাল কিছু্। হারলেই পড়তে হবে সমীকরণের এক জটিল মারপ্যাঁচে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাই দরকার ছিল উড়ন্ত সূচনার। পাওয়ারপ্লের দশ ওভার শেষে টাইগার শিবির যে তেমন কিছু পেয়েছে তা এখন বলাই যায়।
ইনিংসের দ্বিতীয় ওভারেই ক্যাচ উঠেছিল। তবে দ্রুতগতির ওই বলের জন্য প্রস্তুত ছিলেন না তানজিদ তামিম। মেহেদী হাসান মিরাজের বলে জীবন পেয়েছিলেন রেজা হেন্ড্রিকস। তবে সেই আক্ষেপটা বাড়তে দেননি শরীফুল। ইনিংসের সপ্তম ওভারেই হেন্ড্রিকসকে ফিরিয়েছেন টাইগার পেসার। উইকেট পাওয়ার পর হাসিখুশি শরিফুলের নাচটাও বেশ বিনোদনের জন্ম দিয়েছে।
আরও পড়ুন
পরের ওভারেই আরেক চিত্র দেখা গেল। মিরাজের ওভারের পঞ্চম বলে আউট হয়েছেন রসি ভ্যান ডার ডুসেন। মিরাজের বলের টার্ন বুঝতে ভুল করে ফেলেছিলেন প্রোটিয়া ব্যাটার। বল সরাসরি আঘাত করে প্যাডে। আম্পায়ারের আবেদনের অপেক্ষাও করেননি মিরাজ ও মুশফিক। তাদের অবশ্য নিরাশও করেননি ফিল্ড আম্পায়ার। শরীফুলের হাসিখুশি উদযাপনের বিপরীতে একরকম বুনো উল্লাস করেছেন মুশফিক-মিরাজ।
এখন পর্যন্ত অবশ্য সেই উদযাপনের আমেজ ধরে রেখেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৬০ রান।
জেএ