দালাই লামার সঙ্গে দেখা করলেন নিউজিল্যান্ড দলের খেলোয়াড়রা

ভারতে একদিনের ক্রিকেট বিশ্বকাপ খেলতে আসা নিউজিল্যান্ড দলের খেলোয়াড়রা তিব্বতের আধ্যাত্মিক গুরু দালাই লামার সঙ্গে দেখা করেছেন। কিউই দলের অধিনায়ক টম লাথামের নেতৃত্বে দলের খেলোয়াড়রা দালাই লামার সঙ্গে দেখা করেন। এ সময় দালাই লামা খেলোয়াড়দের সঙ্গে আলাপচারিতা করেন।
মঙ্গলবার (২৪ অক্টোবর) উত্তর প্রদেশের ম্যাকলিওড গঞ্জে দালাই লামার বাসভবনে তার সঙ্গে দেখা করতে যান নিউজিল্যান্ড দলের খেলোয়াড়রা।
সাক্ষাতের একটি ছবি দালাই লামা সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টের মাধ্যমে শেয়ার করেছেন।
ছবিতে কিউই দলের খেলোয়াড়দের বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। এসময় কোনো কোনো খেলোয়াড়ের পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন।
আগামী ২৮ অক্টোবর নিউজিল্যান্ড তাদের পরবর্তী ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই ম্যাচের জন্য দলের অনুশীলন সেশন শুরু হবে ২৫ অক্টোবর থেকে।
জেডএস
