রদ্রিগো-বেলিংহ্যামের গোলে রিয়ালের জয়

আগের মৌসুমের ব্যর্থতা ছাপিয়ে মাঠে এবার দারুণ পারফর্ম করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে তারা পর্তুগিজ ক্লাব ব্রাগার মুখোমুখি হয়েছিল। ম্যাচে প্রায় সমান লড়াইয়ে ম্যাচটি নিজেদের করে নিয়েছেন রদ্রিগো ও জুড বেলিংহ্যামরা। দুজনের গোলে ব্রাগার বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে কার্লো আনচেলত্তির দল।
মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে প্রতিপক্ষের মাঠে আতিথ্য নিয়েছিল রিয়াল মাদ্রিদ। প্রথমে দুই গোল খেলেও পরে একটি শোধ করে ব্রাগা। যদিও সেটি তাদের হার ঠেকানোর জন্য যথেষ্ট ছিল না। ম্যাচজুড়ে রিয়ালের অধীনে বলের দখল ছিল ৫৩ শতাংশ, তবে শট নেওয়ার দিক থেকে এগিয়ে ছিল ব্রাগা। যদিও তাদের ১৬ শটের মধ্যে মাত্র ৩টি ছিল গোল অভিমুখে, বিপরীতে ১৩টির মধ্যে ৬টি গোলের লক্ষ্যে রাখে রিয়াল।
ইউরোপ সেরা প্রতিযোগিতায় রেকর্ড সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল দুই অর্ধে দুটি গোল করে। যার শুরুটা হয়েছিল ম্যাচের ১৬তম মিনিটে। নিজেদের ডি-বক্সের বাইরে থেকে বল উড়িয়ে মারেন স্প্যানিশ ডিফেন্ডার নাচো ফার্নান্দেজ। ওই বল ধরে বাঁ দিক দিয়ে আক্রমণ শাণান ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র, একজনের বাধা এড়িয়ে ডি-বক্সে ঢুকে পাস বাড়ান ছয় গজ বক্সের মুখে। সেখান থেকে বল স্লাইড করে আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো জাল খুঁজে নেন।
অল্প সময় পরই ভালো সুযোগ তৈরি করে ব্রাগা। কিন্তু রিয়াল রক্ষণে এসে থেমে যায় তাদের দৌড়। বাঁ-দিক দিয়ে বক্সে ঢুকে জোরালো শট নেন ব্রাগার পর্তুগিজ ফরোয়ার্ড রিকার্দো অর্তা। সেটি রিয়াল রক্ষণ থেকে ব্যর্থ হয়ে ফিরে আসে। ফলে বিরতির আগে গোলের দেখা পায়নি আর কেউই।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটেই রিয়ালকে প্রায় এগিয়ে দিয়েছিলেন দারুণ ছন্দে থাকা বেলিংহ্যাম। তবে ইংলিশ মিডফিল্ডারের শটে কোনোমতে এক হাত দিয়ে বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান ব্রাগা গোলরক্ষক। ব্রাগা গোলের জন্য উল্লেখযোগ্য চাপ প্রয়োগ করতে পারছিল না। সেটিরই সুযোগ নিয়ে ৬১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় রিয়াল। আগের গোলে বল জোগানো ভিনিসিয়ুস এবারও নেপথ্য নায়ক। তার অ্যাসিস্টে পাওয়া বল বক্সের মুখে দুই পা এগিয়ে নিচু শট নেন বেলিংহ্যাম, গোলরক্ষক ঝাঁপিয়েও সেই বলের নাগাল পাননি।
এ নিয়ে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচ খেলে প্রতিটিতেই একবার করে জালের দেখা পেলেন এই ইংলিশ মিডফিল্ডার। লা লিগাতেও নিয়মিত গোল করে চলেছেন তিনি; ৯ ম্যাচে ৮ গোল করে বেলিংহ্যাম তালিকার শীর্ষে আছেন।
এরপর লড়াই জমিয়ে তোলে ব্রাগা। ঘরের মাঠে হার ঠেকাতে তারা গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। রিয়ালে ডি-বক্সে সিমোন বান্সার পাস পেয়ে ঠাণ্ডা মাথায় জোরাল শটে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ান ব্রাগার স্প্যানিশ আলভারো ফরোয়ার্ড দিয়ালো। রিয়ালও তারপর গোল পেতে পারত। ভিনিসিয়ুস একজনকে কাটিয়ে বল গন্তব্যে পৌঁছালেও অফসাইডে গাল বাতিল করে ভিএআর। ফলে ২-১ ব্যবধানের জয়ে সন্তুষ্ট থাকতে হয়ে আনচেলত্তির শিষ্যদের।
এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের তিন ম্যাচেই জয় পেয়েছে রিয়াল। পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে তারা ‘সি’ গ্রুপের শীর্ষে আছে। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নাপোলি এবং তিনে থাকা ব্রাগার অর্জন ৩ পয়েন্ট।
এএইচএস