বাংলাদেশের পারফরম্যান্সকে বিরক্তিকর বলছেন আকাশ

বিশ্বকাপের আগে বাংলাদেশের ক্রিকেট ঘিরে নানা বিতর্ক থাকলেও মাঠের ক্রিকেটে সেরাটা দেবেন ক্রিকেটাররা-এমন প্রত্যাশা ছিল অনেকেরই। দেখতে দেখতে মাঝপথে বিশ্বকাপ। বাংলাদেশ ইতোমধ্যে খেলে ফেলেছে পাঁচ ম্যাচ। হিসেবের খাতায় ১টি জয় ও চার পরাজয়। আফগানিস্তানের সঙ্গে জয় দিয়ে শুরু, এরপরের চার ম্যাচে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত ও সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনোরকম লড়াই ছাড়াই হার। কার্যত সেমিফাইনালের আশা শেষ হওয়ার পথে সাকিবদের।
বিশ্বকাপের আগে ঠিক ফেভারিটের তালিকায় না থাকলেও একদিনের ক্রিকেটে গেল কয়েক বছরে নিজেদের পারফরম্যান্স, কন্ডিশন সব কিছু মাথায় রেখে বেশ সমীহের চোখেই দেখা হচ্ছিল বাংলাদেশকে। তবে একের পর এক হারে সমালোচনার তির এখন লাল-সবুজের জার্সিধারীদের দিকে। হেরে যাওয়া চার ম্যাচের সবকটিতেই ব্যর্থ দলের ব্যাটাররা, ধার নেই বোলিংয়েও। ফলস্বরূপ মুখ থুবড়ে পড়েছে দল। এমন পারফরম্যান্সে ঘরে বাইরে সমালোচনা হচ্ছে অনেক।
বাংলাদেশের ক্রিকেটের খোঁজখবর রাখা ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়াও হতাশ বাংলাদেশের এমন পারফরম্যান্সে। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ (সাবেক টুইটার) তিনি লিখেছেন, ‘বাংলাদেশ আবারও প্রত্যাশার চেয়ে কম পারফর্ম করা দলই থেকে গেল।’ ভারতের সাবেক এই সাবেক ক্রিকেটারের কথায় উঠে এসেছে বাংলাদেশের সমর্থকদের প্রসঙ্গও, ‘তাদের সমর্থকদের আগ্রহের প্রশংসা করছি। কিন্তু দুই দশক আগে টেস্ট খেলার মর্যাদা পাওয়া একটা দেশের এমন পারফরম্যান্স বিরক্তিকর।’
এ ছাড়া একটি ভিডিও বার্তায়ও বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেছেন আকাশ চোপড়া। ভারতীয় এই ধারাভাষ্যকার বলেন, ‘এটি তো তাদের পরিচিত কন্ডিশন। তারা তো এই উপমহাদেশেই খেলে। এখানে খারাপ করার কথা অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দলের। কিন্তু তারা ভালো খেলছে। আর বাংলাদেশ সাধারণ মানের খেলা দেখাচ্ছে। আফগানিস্তান দুটি ম্যাচ জিতেছে। যদি আফগানিস্তান এমন খেলতে পারে, তাহলে বাংলাদেশের সমস্যা কোথায়? আমার মনে হয়, সেমিফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে আফগানিস্তান এগিয়ে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে বড় লজ্জা এড়ায় বাংলাদেশ। আকাশ চোপড়া এই ক্রিকেটারকে নিয়ে বলেন, মাহমুদউল্লাহ রিয়াদের প্রশংসা করতেই হবে। তিনি সেঞ্চুরি করেছেন। আমি বলতে চাই, তিনি অসাধারণ করেছেন। পুরো তাক লাগিয়ে দিয়েছেন। কিন্তু বাকিরা যা করেছেন তাতে হতাশ হওয়া ছাড়া উপায় নেই। বাংলাদেশের সমস্যাটা খুঁজে বের করা উচিত। অন্যরা পারলে তারা পারবে না কেন?’
বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে একটি ভবিষ্যদ্বাণী করেছিলেন আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে তিনি বলেছিলেন, ‘এই দল কতদূর যাবে? আমার তো মনে হয়, এই দল শীর্ষ চারে কোয়ালিফাই করবে না। কিছু অঘটন হয়তো ঘটাতে পারে। আগেও ঘটিয়েছে। তবে এই দল যদি কোয়ালিফাই করতে পারে, মিরাকলই হবে।’
এফআই