ছবিতে অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস ম্যাচ

একপেশে এক ম্যাচে নেদারল্যান্ডসকে রীতিমত উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ৩০৯ রানের এই জয় অজিদের নিয়ে গিয়েছে সেমিফাইনালের আরও কাছে। এবারের বিশ্বকাপের ২৪তম এই ম্যাচে দেখা গিয়েছে বেশ কিছু রেকর্ডও। ডেভিড ওয়ার্নারের ৬ষ্ঠ সেঞ্চুরি, গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসা বিশ্বকাপের দ্রুততম শতক ছিল অজি ইনিংসের বড় দিক।
আবার বল হাতে দারুণ বোলিংয়ের সুবাদে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় জয়টাও নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ঘটনাবহুল এই ম্যাচে ছিল দারুণ কিছু মুহূর্ত। দেখে নেওয়া যাক আজকের দিনের আলোচিত সেসব ছবি।
ওয়ার্নার উড়ছেন, উড়ছে অস্ট্রেলিয়াও। বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন অজি এই তারকা ওপেনার।
বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি এখন ম্যাক্সওয়েলের। শেষদিকে তার ৪৪ বলে ১০৬ রানের সুবাদে ডাচদের ৪০০ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া।
ছবির মতই ম্যাচ থেকে অনেকটা অদৃশ্য হয়ে গিয়েছে নেদারল্যান্ডস। ৫ উইকেট হারিয়ে বিশ্বকাপের সবচেয়ে বড় পরাজয় বরণ করেছে ডাচরা।
জেএ