বেন স্টোকস কি হাঁপানিতে ভুগছেন?

ইংল্যান্ড টিমের অনুশীলনের একটি ছবি নিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন উঠেছে— দলটির টেস্ট অধিনায়ক বেন স্টোকস অসুস্থ না কি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগে গতকালের অনুশীলনের একটি ছবিতে দেখা যায় মাঠে বসে স্টোকসকে ইনহেলার ব্যবহার করতে। এর ফলে প্রশ্ন উঠেছে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক কি হাঁপানিতে ভুগছেন? শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে পাবেন না জস বাটলারেরা? এমনই নানা প্রশ্ন তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
স্টোকসের ইনহেলার নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল সাইটে। যদিও ইংল্যান্ড দলের পক্ষ থেকে স্টোকসের অসুস্থতা নিয়ে কিছু জানানো হয়নি।
বিশ্বকাপের প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারেননি স্টোকস। ফিটনেসের সমস্যার কথা বলা হয়েছিল ইংল্যান্ড শিবির থেকে। কিন্তু বুধবার অনুশীলনে স্টোকসের ইনহেলার নেওয়ার দৃশ্য তার সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেললেও সাফল্য পাননি স্টোকস।
এ বারের বিশ্বকাপে গত বারের চ্যাম্পিয়নদের অবস্থা খুব একটা ভালো না। চারটি ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছেন বাটলারেরা।
এনএফ