বোলিং ঘূর্ণিতে ম্যাচসেরা শামসি

দলে ফেরাটা বেশ ভালোভাবেই রাঙিয়ে রাখলেন দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি। দলের প্রয়োজন আর পিচের মান বুঝে ফেরানো হয়েছিল তাকে। আর ম্যানেজমেন্টের চাহিদাটাও পূরণ করেছেন ঠিকঠাক। বল হাতে নিজের কাজটা তো ঠিকঠাক করেছেনই। সঙ্গে ব্যাট হাতে সবার শেষে নেমে দিয়েছেন ঠাণ্ডা মাথার পরিচয়।
চেন্নাইয়ের স্পিনসহায়ক পিচে মূল একাদশে ফিরিয়ে আনা হয় শামসিকে। সর্বোচ্চ ৪ উইকেট শিকার করে পাকিস্তানের ব্যাটিংয়ে ধস নামান প্রোটিয়া এই স্পিনার। তাবরাইজ শামসিতে ভর করে আসরে নিজেদের ৫ম জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গিয়েছে দক্ষিণ আফ্রিকা।
পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক দুজনেই ফিরেছেন তাবরাইজ শামসির ঘূর্ণিতে পরাস্ত হয়ে। ৫০ করা বাবর আজম এবং ৫২ রানে সৌদ শাকিলকে সাজঘরে ফিরিয়েছেন এই লেগস্পিনার। এছাড়া বিপজ্জনক হতে থাকা ইফতেখার আহমেদও উইকেট খুইয়েছেন তার বলে। ৬০ রান দিয়ে ৪ উইকেট শিকার করে নিজের স্পেল শেষ করেন শামসি।
ব্যাট হাতে নেমেছিলেন ১১তম ব্যাটার হয়ে। শেষ সময়ে সামলেছেন ওয়াসিম জুনিয়ার এবং হারিস রউফের গুরুত্বপূর্ণ ওভারগুলোকে। সবমিলিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটাও পেয়েছেন এই স্পিনার।