ছবিতে আফগানদের লঙ্কা জয়ের গল্প

দুর্দান্ত বোলিংয়ে লঙ্কান ব্যাটারদের খুব বেশি দূর যেতে দেননি রশিদ খান-মুজিব উর রহমানরা। জয়ের বাকি কাজটুকু সেরেছেন ব্যাটাররা। ৭ উইকেটের বড় জয়ে আসরে টিকে রইলো আফগানিস্তান। ইংল্যান্ডকে হারিয়ে আসরে প্রথম জয় পেয়েছিল তারা। এরপর পাকিস্তান, আর এবার শ্রীলঙ্কা সবমিলিয়ে ৬ ম্যাচে আফগানদের ৩ জয়।
সোমবার (৩০ অক্টোবর) পুনেতে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৬০ বলে ৪৬ রান করেছেন নিশাঙ্কা। আফগানদের হয়ে ৩৪ রানে ৪ উইকেট শিকার করেছেন ফজল হক ফারুকী। জবাবে খেলতে নেমে ৪৫ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। আফগানদের হয়ে সর্বোচ্চ ৭৩ রান এসেছে আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাট থেকে।

আফগান ঘূর্ণিতে কোণঠাসা লঙ্কান ব্যাটাররা। মুজিবকে ঘিরে রশিদ-নবিদের উল্লাসই বলে দিচ্ছে দারুণ ছন্দে আছে দলটি।

আগের ম্যাচেই বাদ পড়েছিলাম। আজ দলে ফিরেই ইনিংসের সেরা বোলার ফজলহক ফারুকী। একাই তুলে নিলেন ৪ উইকেট। আফগান বোলিং তোপে শ্রীলঙ্কা আটকে গেছে ২৪১ রানে।

গুরবাজ ডাক খাওয়ার পর দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন ইব্রাহিম-রহমত।
এইচজেএস