কোয়ার্টারে বসুন্ধরা কিংস

স্বাধীনতা কাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন এবং আসরের ফেবারিট বসুন্ধরা কিংসেরও। মঙ্গলবার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনী ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
স্বাধীনতা কাপে ডি গ্রুপের প্রথম ম্যাচে কিংসের কাছে হারের ব্যবধান ছিল ১-০। আজ দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ১-১ গোলে ড্র করে কোয়ার্টারের অপেক্ষায় নৌবাহিনী। কিংস চট্টগ্রাম আবাহনীকে ২ গোলের ব্যবধানে হারালে নৌবাহিনীর কোয়ার্টারে খেলার সুযোগ থাকবে। অন্য দিকে চট্টগ্রাম আবাহনী ড্র করলেই কোয়ার্টারে উঠবে।
ম্যাচের মাত্র ১২ মিনিটে সেলিমের গোলে এগিয়েছিল সার্ভিসেস দল নৌবাহিনী। ৭৪ মিনিটে সেই গোল শোধ দিয়ে ম্যাচ ড্র করেন চট্টগ্রাম আবাহনীর হেমন্ত বিশ্বাস। দুই দলই গোলের চেষ্টা করলেও আর গোল না হওয়ায় ম্যাচ ড্র হয়।
আগামীকাল স্বাধীনতা কাপের কোনো ম্যাচ নেই।
এজেড/জেএ