ফিরে আসার দিনে ম্যাচসেরা ফখর

পাকিস্তানের ক্রিকেটে ফখর জামান এসেছিলেন দারুণ কিছুর আভাস দিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে তার সেই অসাধারণ সেঞ্চুরির কথা আজও মনে রেখেছেন দেশটির ক্রিকেট ভক্তরা। ব্যাট হাতে এরপর থেকেই ফখর জামান পাকিস্তানের আস্থার নাম। যদিও এবারের বিশ্বকাপের সময়ে তাকে পাওয়া যায়নি চেনা ছন্দে। তার বদলি নামা আব্দুল্লাহ শফিক রান পেয়েছেন নিয়মিত।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অবশ্য ফিরিয়ে আনা হয়েছেন ফখরকে। আর প্রত্যাবর্তনের দিনে খেললেন দারুণ এক ঝকঝকে ইনিংস। ২০৪ রানের স্বল্প টার্গেটে ব্যাট করতে নেমে যেমন শুরুর দরকার ছিল, পাকিস্তানকে সেটাই এনে দিয়েছিলেন এই ব্যাটার। আব্দুল্লাহ শফিকের সঙ্গে উপহার দিয়েছেন ১২৮ রানের উদ্বোধনী জুটি।

লেগ সাইডকে টার্গেট রেখে ব্যাট করেছেন। প্রয়োজন অনুযায়ী আগ্রাসী হয়েছেন। ফিফটি পেয়েছিলেন, ছুটছিলেন সেঞ্চুরির দিকে। তবে ভাগ্য খারাপ। মেহেদী হাসান মিরাজকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন। ৮১ রান করেই থামতে হয় তাকে।
তবে ততক্ষণে পাকিস্তানের জয়ের ভিত গড়ে দিয়েছেন ফখর। তার ফিরে যাওয়ার পর জয় তুলে নিতে কোনরকম বেগই পেতে হয়নি পাকিস্তানকে। দেখেশুনে কাজ শেষ করেছেন রিজওয়ান এবং ইফতেখার আহমেদ। আর ম্যাচশেষে তাই সেরার স্বীকৃতিটাও পেয়েছেন ফখর জামান।
জেএ