উত্তপ্ত ম্যাচে প্রথমার্ধে সমতা

সাম্প্রতিক সময়ে ক্রীড়াঙ্গনে বাংলাদেশ-ভারত দ্বৈরথ মানেই উত্তেজনা। জাতীয় দল পেরিয়ে ক্লাব পর্যায়েও এই দ্বৈরথ জমে উঠেছে। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় এএফসি কাপ ম্যাচে বসুন্ধরা কিংস এবং মোহনবাগান লড়ছে। প্রথমার্ধ শেষে ম্যাচটি ১-১ গোলে ড্র রয়েছে।
ম্যাচের শুরু থেকেই উত্তেজনা বিরাজ করছে। দুই দলের ফুটবলাররাই ক্ষণে ক্ষণে মেজাজ হারিয়েছেন। ফাউলও হয়েছে বেশ কয়েকটি। রেফারি কার্ড দেখিয়ে পরিস্থিতি ঠান্ডা করেছেন কয়েকবার।
উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও দুই দলই আক্রমণাত্মক খেলা উপহার দিয়েছে। আক্রমণ-পাল্টা আক্রমণ হয়েছে যথেষ্ট। ১৭ মিনিটে মোহনবাগানের লিস্টেন কোলাসোর গোলে এগিয়ে যায়। কিংস ম্যাচে ফেরার জন্য সর্বাত্মক চেষ্টা করে।
রাকিব এবং ডরিয়েল্টনের বোঝাপড়ায় কিংস অসাধারণ কয়েকটি আক্রমণ করে। ডরিয়েলন্টন নিশ্চিত গোল মিস করেছে। আক্রমণ ও গোলের সুযোগে কিংস এগিয়ে ছিল প্রথমার্ধে। ৪৩ মিনিটে কিংসের ব্রাজিলিয়ান মিগুয়েল দামাসেনো বক্সের একটু সামনে থেকে জোরালো শটে গোল করেন। সঙ্গে সঙ্গে গর্জে উঠে কিংস অ্যারেনা।
এজেড/এইচজেএস