সিরিজ শেষ না হতেই বাংলাদেশ ছাড়ছে প্রোটিয়া মেয়েরা!

করোনাভাইরাসের ভয়াবহতা ক্রমশ বাড়ছে। প্রাণঘাতী এই ভাইরাসের কারণে দেশে ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া এই লকডাউনের কারণে সব ধরনের বিমান চলাচল বন্ধ থাকবে। এজন্য ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি না খেলে দ্রুতই দেশে ফিরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল।
বাংলাদেশ ইমার্জিং নারী দলের সঙ্গে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এদেশে এসেছিল প্রোটিয়া মেয়েরা। তবে দিনকে দিন করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় সিরিজের শেষ ম্যাচটি আর মাঠে গড়াচ্ছে না। শঙ্কা মাথায় নিয়েই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চারটি ম্যাচ হয়েছে। যেখানে একক আধিপত্য স্বাগতিক মেয়েদের। চারটি ম্যাচই জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
দক্ষিণ আফ্রিকার মেয়েদের সিরিজ শেষ না করে নিজ দেশে ফিরে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘বিসিবি ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সম্মতিক্রমে ১৩ এপ্রিল সিলেটে অনুষ্ঠিতব্য দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল ও বাংলাদেশ নারী দলের মধ্যকার পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচটি বাতিল করা হয়েছে।’
সেখানে আরো বলা হয়েছে, ‘বাংলাদেশের কোভিড-১৯ বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে স্থগিতাদেশ কার্যকর হওয়ার আগেই সফরকারীদের দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে শেষ ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।’
গত ৪ এপ্রিল সিলেটে শুরু হয় দ্বিপাক্ষিক সিরিজটি। যার চতুর্থ ম্যাচ ছিল রোববার (১১ এপ্রিল)। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি আগামী ১৩ এপ্রিল হওয়ার কথা ছিল। তবে সার্বিক পরিস্থিতির কারণে সিরিজের শেষ ম্যাচটি আর মাঠে গড়াচ্ছে না।
টিআইএস/এনইউ