নতুন লক্ষ্য পাকিস্তানের, করতে হবে অন্তত ১৮৮ রান

কাগজে-কলমে কিছুটা সম্ভাবনা থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে টস হারে সব শেষ হয়ে গেছে পাকিস্তানের। এ ছাড়া শুরুতে ব্যাট করতে নামা ইংল্যান্ডকে অল্প রানেও আটকাতে পারেনি শাহিন-রউফরা। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ইংলিশরা করেছে ৩৩৭। নিউজিল্যান্ডকে টপকে সেমিতে যেতে হলে ৬.৪ ওভারেই ম্যাচটা জিততে হতো বাবর আজমদের।
এমন অসম্ভব লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। উল্টো দ্রুত দুই ওপেনারকে হারিয়ে ফেলেছে তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ ওভার শেষে ২ উইকেটে পাকিস্তানের রান ৩৮। কার্যত নিয়মরক্ষার লড়াইয়ে পরিণত হওয়া ম্যাচটা জিততে হলেও যেতে হবে বহুদূর। এর মধ্যেই আছে আরেক লড়াই।
সেরা পাঁচে থেকে বিশ্বকাপ শেষ করার শান্ত্বনা পেতে হলে এই ম্যাচে কমপক্ষে ১৮৮ রান করতে হবে ৯২’ বিশ্বচ্যাম্পিয়নদের। শেষ পর্যন্ত সেটি করতে ব্যর্থ হলে ছয়ে থাকা আফগানিস্তান পাকিস্তানের ওপর চলে আসবে।
আরও পড়ুন
আজকের ম্যাচ বাদ দিলে পয়েন্ট টেবিলে ৮ ম্যাচে ৪ জয়ে পাকিস্তানের রানরেট এখন ০.০৩৬। অন্যদিকে, রাউন্ড রবিন লিগে নিজেদের নয়টি ম্যাচ শেষে চার জয়ে আফগানিস্তানের নেট রানরেট -০.৩৩৬। পাকিস্তান যদি আজ কমপক্ষে ১৮৮ রান করতে না পারে, তবে তাদের নেট রানরেট আফগানিস্তানের নিচে চলে যাবে। সেক্ষেত্রে আফগানিস্তান পাঁচ আর পাকিস্তান ছয় নম্বর দল হিসেবে বিশ্বকাপ শেষ করবে।
কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ইংলিশদের ইনিংস থেমেছে ৩৩৭ রানে। সর্বোচ্চ ৮৪ রান আসে স্টোকসের ব্যাট থেকে। এ ছাড়া জো রুট করেন ৭২ বলে ৬০ আর জনি বেয়ারস্টোর ব্যাট থেকে এসেছে ৬১ বলে ৫৯ রান।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চে ৩ উইকেট তুলে নেন হারিস রউফ ও ২টি করে উইকেট শিকার করেন শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম।
এফআই