উরুগুয়ের তরুণ ফুটবলারদের ওপর বিরক্ত মেসি

ম্যাচ শুরুর আগে আলোচনায় ছিল লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের বন্ধুত্ব। লম্বা সময় পর আবারো একই ম্যাচে দেখা গেছে দুই গ্রেটকে। তবে ম্যাচ শেষে এই দুইজনের বন্ধুত্ব ছাপিয়ে আলোচনায় ফাউল আর ফুটবলারদের মেজাজ হারানোর চিত্র।
ম্যাচের ১৯তম মিনিটের ঘটনা। ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর কথা–কাটাকাটি হয়। এরপর রদ্রিগো ডি পলের সঙ্গে উগারতের দ্বন্দ্ব শুরু হয়। এ ঘটনায় খেলা বন্ধও থাকে কিছুক্ষণ। রেফারির দ্রুত হস্তক্ষেপে অবশ্য ঘটনা বেশি দূর গড়ায়নি।
দুই মিনিট পর মেসিকে বক্সের একটু বাইরে উগারতে পেছন থেকে ফাউল করলে আবার উত্তেজনা ছড়ায়। তখনো ডি পলের সঙ্গে কথা-কাটাকাটি চলে উগারতের। আর্জেন্টাইন মিডফিল্ডারের সঙ্গে ফাউলের ঘটনায় অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা যায় উরুগুয়ের ২২ বছর বয়সী এই ফুটবলারকে।
উরুগুয়ের শরীরনির্ভর খেলায় আর্জেন্টাইন অধিনায়কের কোনো আপত্তি নেই। তবে তাদের তরুণ খেলোয়াড়দের আচ্রণ নিয়ে প্রশ্ন তুলেছেন মেসি। এমনকি উগারতের অশ্লীল অঙ্গভঙ্গিতে বিরক্তও হয়েছেন মেসি। ম্যাচ শেষে তিনি বলেছেন, এই ফুটবলারদের আরও শিখতে হবে।
মেসি বলেন, ‘আক্রমণাত্মক আবহটা স্বাভাবিক। বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এমনটাই হয়। ওই অশ্লীল অঙ্গভঙ্গি নিয়ে যা ভাবছি, সেটা বলতে চাচ্ছি না। প্রতিপক্ষকে কীভাবে সম্মান করতে হয়, সেটা তাদের সিনিয়রদের কাছে শিখতে হবে। এ ম্যাচে সব সময় আক্রমণাত্মক আবহ থাকে, কিন্তু সেটা শ্রদ্ধার সঙ্গে। তাদের আরও কিছুটা শিখতে হবে।’
এইচজেএস