১৮ মাস পর দলে ফিরে যা বললেন নাঈম

গত বছরের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলার সময় ডান হাতের আঙুলে চোট পেয়েছিলেন নাঈম হাসান। এরপর আঙুলে চিড় ধরা পড়ায় ছিটকে পড়েছিলেন দ্বিতীয় টেস্টের দল থেকে। পরবর্তীতে তার আর দলে ফেরা হয়নি। দেড় বছর পর অবশেষে আবারও জাতীয় দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী এই অফ-স্পিনার।
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্টের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দলে রয়েছেন নাঈম। দলে ডাক পাওয়ার পর ঢাকা পোস্টের কাছে তিনি নিজের অনুভূতি ব্যক্ত করেছেন। জানিয়েছেন এতদিনের পরিশ্রম ও ধৈর্য পরীক্ষায় অংশগ্রহণের কথা।
নাঈম বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ সুযোগ দিয়েছে আবার। চেষ্টা থাকবে সর্বোচ্চটা কাজে লাগানোর। দলের বাইরে ছিলাম এতদিন, এ সময়ে ধৈর্য ধরে অনুশীলন করেছি। সবসময় অনুশীলন চালিয়ে গিয়েছি বাংলা টাইগার্সের হয়ে। সে ধারাবাহিকতায় চলমান এনসিএলটাও ভালো কেটেছে।’
আরও পড়ুন
জাতীয় দল থেকে বাইরের এই সময়ে দেশি কোচদের সঙ্গেই বেশি কাজ করেছেন নাঈম। জানিয়েছেন সে সব কোচদের নামও, ‘এই দীর্ঘ সময় সোহেল স্যারের সঙ্গে কাজ করেছি। এছাড়া মোমিন ভাইয়ের সঙ্গে কাজ করেছি, যখন চট্টগ্রামে থাকি। ব্যাটিং নিয়ে কাজ করেছি কোচ জেমি সিডন্সের সঙ্গে। বাবুল স্যারও সাহায্য করেছে। কাজ করেছি ট্রেনার ইফতি ভাইয়ের সঙ্গেও।’
১৮ মাস পর নাঈম আবারও জাতীয় দলের হয়ে খেলার ডাক পেলেন। যদিও এখনও এ নিয়ে তার পরিবারের সঙ্গে কথা হয়নি। তাই পরিবারের অনুভূতি জানা হয়নি স্বয়ং নাঈমেরও।
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৮টি টেস্ট খেলেছেন ডানহাতি এই অফ-স্পিনার। যেখানে তার শিকার ৩১টি। এর মধ্যে নাঈমের সেরা বোলিং ফিগার ১০৫ রানে ৬ উইকেট। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটের ৫১ ম্যাচে তিনি ২১৬ শিকার ধরেছেন।
এসএইচ/এএইচএস