নারী বেসবলে চ্যাম্পিয়ন আনসার

ওয়ালটন কাপ নারী বেসবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। শনিবার ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত ফাইনালে ২১-১২ পয়েন্টে বাংলাদেশ পুলিশকে হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে আনসার নারী বেসবল দল।
টুর্নামেন্টে তৃতীয় হয়েছে গুলনাজ ওয়ারিওর্স। তৃতীয় স্থান নির্ধারণী খেলায় গুলনাজ ওয়ারিওর্স ১৬-০৪ পয়েন্টে এসকেএসপিকে হারিয়েছে।
শনিবার ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যোষ্ঠ নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন। বাংলাদেশ বেসবল সফটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, জাতীয় বেসবল দলের কোচ হিরোকি ওয়াতানাবে, বাংলাদেশ আনসারের ক্রীড়া অফিসার জাকির হোসেনসহ অন্যরা বক্তব্য রাখেন।
এজেড/এইচজেএস