বাংলাদেশ-লেবানন ম্যাচে হঠাৎ মাঠে ঢুকলেন দর্শক

ফুটবল, ক্রিকেট অনেক ম্যাচেই দর্শক মাঠে ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। সেই ঘটনাই ঘটেছে আজ কিংস অ্যারেনায়। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার মিনিট পাঁচেক পর আকস্মিকভাবে এক দর্শক মাঠে ঢুকে পড়েন।
লেবাননের অর্ধ থেকে দৌড় দেয় দর্শক। মাঠে ঢুকে বাংলাদেশের ফুটবলার সোহেল রানাকে জড়িয়ে ধরেন। রেফারি খেলা স্থগিত রাখেন এক মিনিটের কম সময়৷ ম্যাচের নিরাপত্তায় নিয়োজিতরা দ্রুত মাঠে এসে দর্শককে বের করে নেন। দর্শকও পায়ে হেটে মাঠ ছাড়েন। সব মিলিয়ে এক মিনিটের কম সময় ছিলেন তিনি মাঠে৷
এর আগে মিতুল মারমা প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যথা অনুভব করেন। মেডিক্যাল টিম মাঠে কয়েক মিনিট তাকে প্রাথমিক চিকিৎসাও দেয়। প্রথমার্ধের ইনজুরি সময়ের তিন মিনিট মাঠে থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলরক্ষক পরিবর্তন করেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
মিতুল মারমাকে উঠিয়ে নামানো হয় মেহেদী হাসান শ্রাবণকে। অবশ্য নেমেই আক্রমণের মুখে পড়েন শ্রাবণ। বলের লাইনে ঠিক মতো যেতে পারেননি। বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ হওয়ায় খানিকটা নার্ভাসই ছিলেন। তিনি নামার পর গোল খেয়েছে বাংলাদেশ। তবে লিড বেশিক্ষন ধরে রাখতে পারেনি অথিতিরা। মিনিট দশেক পরই সেটা শোধ করেছেন শেখ মোরসালিন।
এজেড/এইচজেএস