পল স্মলির বদলি আরেক ব্রিটিশ!

বাফুফের এলিট একাডেমীর শুরু থেকেই দায়িত্বে ছিলেন ব্রিটিশ ট্যাকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি। মাস তিনেক আগে তিনি বাফুফের দায়িত্ব ছাড়েন। পল স্মলি শূন্যস্থান পূরণ করতে বাফুফে আরেক ব্রিটিশের দিকেই ঝুঁকছে।
বাফুফের অন্যতম সহ-সভাপতি ও ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভূইয়া মানিকের কন্ঠে সেই ইঙ্গিত, 'আমরা একাডেমীর কোচ নিয়োগের প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছি। ব্রিটিশ লিগে খেলা একজনকে আমরা একাডেমীর জন্য কথা-বার্তা অনেক দূর এগিয়েছি।’ ৫৭ বছর বয়সী পিটার বাটলারের খেলোয়াড় হিসেবে ওয়েস্টহাম, হাডার্সফিল্ড টাউন, ওয়েস্ট ব্রমউইচ এলবনসহ একাধিক ক্লাবের হয়ে ৪৫০ প্রিমিয়ার লিগ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০০০-২০২২ পর্যন্ত বিভিন্ন ক্লাবের বিভিন্ন পর্যায়ে কোচিং করিয়েছেন এই বৃটিশ।
নতুন কোচ নতুন বছরে কাজ শুরু করবে বলে জানান ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান, 'নতুন কোচ ১ জানুয়ারি থেকে কাজ শুরু করবে এমনটাই আমাদের পরিকল্পনা। এর মধ্যেই চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।’ একাডেমী কোচের সঙ্গে এক বছরের চুক্তি করবে বাফুফে। এলিট একাডেমী কমলাপুর স্টেডিয়ামে পরিচালিত হয়। সেখানে আবাসিক ক্যাম্প ও সেই টার্ফেই চলে অনুশীলন। কমলাপুর টার্ফে সংস্কার শুরু হবে কয়েক মাসের মধ্যে তখন একাডেমীর কার্যক্রম থেমে থাকবে না বলে জানান কমিটির চেয়ারম্যান, 'নতুন বছরে নতুন উদ্দ্যমে একাডেমী চলবে। কমলাপুরে সংস্কার চললে তখন বিকল্প জায়গা নিয়ে কাজ চলছে।’
একাডেমী ডেভলপমেন্ট কমিটির অধীনে থাকলেও এই বৃটিশ কোচ নিয়োগ প্রক্রিয়া বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নিজেই করছেন। গতকাল পিটার বাটলারকে অনলাইনে সাক্ষাৎকার নিয়েছেন। একজন স্পেনিশ অপেক্ষামান তালিকায় থাকলেও বৃটিশ বাটলারই একাডেমীর পরবর্তী কোচ হওয়ার সম্ভাবনাই বেশি। বাফুফের কয়েকটি সাব কমিটি থাকলেও সভাপতিই মূলত সিদ্ধান্ত গ্রহণে মূল ভূমিকা রাখেন অধিকাংশ ক্ষেত্রে। জাতীয় দল কমিটির অনেক সভায় আমন্ত্রিত হিসেবে থাকেন, লিগ কমিটির দায়িত্ব তো এখন নিজের কাধেই নিয়েছেন এবার একাডেমীর কোচ নিয়োগও করছেন। ডেভলপমেন্ট কমিটিতে একাধিক সাবেক ফুটবলার, শীর্ষ কোচরা থাকতে ফেডারেশন সভাপতিই কোচের সাক্ষাৎকার নিয়েছেন।
এজেড/এইচজেএস