ডিআরইউ ক্রিকেটে শিরোপা ধরে রাখলো ইনকিলাব

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দৈনিক ইনকিলাব। আজ শনিবার রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন) অনুষ্ঠিত ফাইনালে প্রতিদিনের বাংলাদেশকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে দৈনিক ইনকিলাব।
ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রথমবারের মতো ডিআরইউ মিডিয়া ক্রিকেটে অংশ নেওয়া প্রতিদিনের বাংলাদেশ। ফয়সাল খানের ২৯, সৈয়দ রিয়াদের ২৭, দীপক দেবের ৫ রানের ওপর ভর করে ৪ উইকেটে ৮৩ রান সংগ্রহ করে দলটি।
জবাবে ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ইনকিলাব। দলের অতিথি খেলোয়াড় মো. মাঝহারুল ইসলামের ১৪ বলে ঝোড়ো অপরাজিত ৫৫ রান এবং মাইনুল হাসান সোহেলের ৫ বলে ১৮ রানের ক্যামিওতে ম্যাচ জিতে নেয় ইনকিলাব। ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার জিতেন জয়ী দলের মাঝহারুল ইসলাম। একই সঙ্গে টুর্নামেন্ট সেরার পুরস্কারও নিজের করে নেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার।
ডিআরইউ-মিডিয়া ক্রিকেটে প্রথমবার খেলায় অংশ নিয়ে তাতে ব্যাট হাতে ৩০২ রান এবং বল হাতে ৪ উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কার জিতেন মাঝহার। ৮ উইকেট শিকার করে টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের দীপক কুমার দেব।
ঢাকা পোস্ট গতকাল প্রতিদিনের বাংলাদেশের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল।
আজ একটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ, দুটি সেমিফাইনাল, ফাইনালসহ মোট ৪টি ম্যাচ হওয়ার কথা থাকলেও কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। ওই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ডেইলি স্টার এবং প্রতিদিনের বাংলাদেশের। ডেইলি স্টারের খেলোয়াড়রা মাঠে উপস্থিত থেকেও খেলায় অংশ নেননি। তারা প্রতিদিনের বাংলাদেশকে ওয়াকওভার দিলে না খেলে সরাসরি সেমিফাইনালে পা রাখে প্রতিদিনের বাংলাদেশ।
গতকাল (শুক্রবার) একটি ম্যাচ নিয়ে আপত্তির জেরে ডেইলি স্টার আজ মাঠে না নামার সিদ্ধান্ত নেয়। অতিথি খেলোয়াড় নিয়েই মূলত এই ঘটনার সূত্রপাত। গতকাল ম্যাচের একটা অনিয়ম নিয়ে আপত্তি তোলে ডেইলি স্টার। তারা ডিআরইউর শৃঙ্খলা কমিটির নিকট এ ব্যাপারে লিখিত আবেদন জানায়। সেই আবেদনের প্রেক্ষিতে তারা চিঠিতে জানায় যে, ডিআরইউ যে সিদ্ধান্ত নিয়েছে তাতে ডেইলি স্টারের পূর্ণ সম্মান রয়েছে। যেহেতু তারা গতকাল ম্যাচটি হেরেছে, সেহেতু তারা নীতিগতভাবে মাঠে এসেছে এবং মাঠে উপস্থিত থেকে প্রতিপক্ষ দলকে (প্রতিদিনের বাংলাদেশকে) ওয়াকওভার দিয়েছে। তারা এজন্য ম্যাচটি খেলতে চায়নি যে অনেকেই হয়তো মনে করবে ডেইলি স্টার ম্যাচ জেতার জন্য গতকাল একটি দলের বিরুদ্ধে অভিযোগ করেছে। কিন্তু চিঠিতে তারা বলেছেন শুধুমাত্র বিজয়ী হওয়ার জন্য আমরা টুর্নামেন্টে অংশ নেইনি। সবাই যাতে টুর্নামেন্টের নিয়ম-শৃঙ্খলা মেনে চলে, কোনো ধরণের অনিয়ম যাতে নয় হয় এজন্যই তাদের (ডেইলি স্টার) খেলোয়াড়রা মাঠে এসেছেন।
সমাপনী দিনে ওয়াকওভার দিয়ে দিন শুরু হলেও সেমিফাইনালের দুটি ম্যাচই নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ইনকিলাব এবং রাইজিং বিডি। প্রথমে ব্যাট করে ১ উইকেটে ১১৬ রান করে রাইজিং বিডি। জবাবে ইনকিলাবের মাঝহারের ২০ বলে টর্নেডো ৯৮ (অপরাজিত) রানের ইনিংসে জয় তুলে শেষ চারে পা রাখে ইনকিলাব।
অপর দিকে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হয় ওয়াকওভার পেয়ে শেষ চারে পা রাখে প্রতিদিনের বাংলাদেশ এবং পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করা একাত্তর টিভি। তবে সেমিফাইনালে প্রতিদিনের বাংলাদেশের কাছে পেরে ওঠেনি ফেবারিট একাত্তর টিভি। প্রথমে ব্যাট করে মাত্র ৪৮ রান সংগ্রহ করে একাত্তর টিভি। জবাবে ব্যাট করে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় প্রতিদিনের বাংলাদেশ।
আজ শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসান। ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র ডেপুটি ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন সহ সংগঠনের অনেকে।
এজেড/এইচজেএস