তরুণ মুরাদকে নিয়ে যা বলছেন হাথুরুসিংহে

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে পা রাখছে বাংলাদেশ। দুই ম্যাচের এই সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে সিলেটে। আগামী মঙ্গলবার সেখানেই হবে দুই দলের মধ্যেকার প্রথম টেস্ট। যেখানে অভিষেকের অপেক্ষায় আছেন তরুণ স্পিনার হাসান মুরাদ। যুব বিশ্বকাপ জিতে আসা এই ক্রিকেটার এখন আছেন জাতীয় দলের অভিষেকের অপেক্ষায়।
কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী মঙ্গলবার। তার আজ রোববার গণমাধ্যমের মুখোমুখি হন চন্ডিকা হাথুরুসিংহে। বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর আজই প্রথম সাংবাদিকের সঙ্গে কথা বলেন টাইগারদের প্রধান এই কোচ।

আসন্ন এই সিরিজে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন স্পিনান হাসান মুরাদ। তবে তার কাছে বাড়তি কোনো চাওয়া পাওয়ার কিছু নেই হাথুরুর। জানিয়েছেন মুরাদের কাছ থেকে তার স্বাভাবিক খেলাটাই প্রত্যাশা, ‘হাসান মুরাদের কাছে আমার বার্তা থাকবে, এক্স ফ্যাক্টর হতে হবে না। গত ২ এনসিএলে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছ। ওখানে যা করেছ, এখানেই তাই করো।’
আরও পড়ুন
২০২০ যুব বিশ্বকাপজয়ী হাসান মুরাদের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে ২০২১ সালে। এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলে শিকার করেছেন ১২১ উইকেট। এবার লাল বলে আন্তর্জাতিক ক্রিকেট রাঙানোর অপেক্ষায় আছেন এই ২২ বছর বয়সী। এর আগে যুব বিশ্বকাপে মুরাদ খেলার সুযোগ পেয়েছিলেন মোটে দুই ম্যাচে। সেই বিশ্বকাপে দুই উইকেট শিকার করতে পেরেছিলেন তিনি।
হাসান মুরাদ ছাড়াও দলে স্পিনারের অভাব নেই। মেহেদি হাসান মিরাজ আর তাইজুল ইসলাম আছেন দলের অংশ হয়ে। সিলেটের এই টেস্টে স্পিনারদের ভুমিকা বেশি দেখছেন হাথুরুসিংহে, ‘তাইজুল মিরাজ অনেক অভিজ্ঞ। তাইজুলের সম্ভবত ২০০টা টেস্ট উইকেট আছে। অবশ্যই সে লিড করবে, সাথে মিরাজ আছে। তরুণ মুরাদ, নাঈম হাসান আছে। আমি মনে করি, এই কন্ডিশনে স্পিনাররা বড় ভূমিকা পালন করবে।'
এদিকে মুরাদকে টেস্ট দলে যুক্ত করার পরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ভিডিও বার্তায় বলেন, 'একদম নতুন হাসান মুরাদকে দলে নিয়েছি। গত দুই বছর প্রথম শ্রেণির ক্রিকেটে ও যথেষ্ট ভালো বোলিং করেছে। হাই পারফরম্যান্সে যথেষ্ট ভালো কাজ করেছে।'
এসএইচ/জেএ