প্রথমার্ধে তহুরার ২, বাংলাদেশ ৩

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথম ম্যাচ ৩-০ গোলে জিতেছিল। আজ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধেই বাংলাদেশ ৩-০ গোলে এগিয়ে রয়েছে।
প্রথম ম্যাচে জোড়া গোল করে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন ফরোয়ার্ড তহুরা খাতুন। আজ দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল করেছেন এই ফরোয়ার্ড। ঋতুপর্ণা করেছেন আরেকটি গোল।
১৬-১৮ মিনিটের মধ্যে বাংলাদেশ দুই গোল পায়। ১৬ মিনিটে সাবিনার ফ্রি কিক বক্সের মধ্যে আফিদার ভলিতে মাসুরা পারভীন হেড করেন। তহুরা আরেক হেডে বল জালে পাঠান। এক মিনিট পরে অধিনায়ক সাবিনার নেয়া কর্নার সিঙ্গাপুরের ডিফেন্ডারের গায়ে লেগে বল পোস্টের সামনে পড়ে। ফাকা দাঁড়িয়ে থাকা ঋতুপর্ণা চাকমা প্লেসিংয়ে ২-০ করেন। ২৪ মিনিটে বক্সের মধ্য থেকে সানজিদার শট সিঙ্গাপুরের গোলরক্ষক গ্রিপে নিতে পারেননি। সামনে থাকা তহুরা বল জালে পাঠান।
বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ মিস করেন। তিন মিনিটে সিঙ্গাপুরের জার্মান লিগ খেলা ফুটবলার ডানেলের কাছ থেকে মনিকা বল কেড়ে নিয়ে বক্সের মধে সাবিনাকে অসাধারণ একটি বল দেন। সাবিনা দারুণ পজিশনে বল পেয়েও ফিনিশিং করতে পারেননি। দুই মিনিট পর সাবিনা খাতুন আরেকটি মিস করেন।
প্রথমার্ধে সিঙ্গাপুর গোল করার মতো আক্রমণ করতে পারেনি। বাংলাদেশের গোল মুখে তাদের একটি শটই উল্লেখ করার মতো। ১৪ মিনিটে নুর সাওয়াজিনির শট রুপ্না ভালোমতোই সেভ করেন। আজকের ম্যাচের অন্যতম আকর্ষণ ছিল সিঙ্গাপুরের জার্মান লিগে খেলা ফুটবলার ডানেলে। সতীর্থরা তাকে সেভাবে বল যোগান দিতে পারেননি। বাংলাদেশের ডিফেন্ডার আফিদা তাকে ভালোমতো আটকে রাখতে সক্ষম হন।
এজেড/এফআই