ক্রীড়া মিলনমেলায় নায়ক ফেরদৌস

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামস্থ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গের আয়োজিত 'ক্রীড়া মিলনমেলা' আনুষ্ঠানিকভাবে শেষ। চলছে মধ্যাহ্ন ভোজ। এমন সময় এসে উপস্থিত হন আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস।
আজকের এই ক্রীড়া মিলনমেলায় অনেক সাবেক তারকা ক্রীড়াবিদ ও বিশিষ্ট সংগঠকরা এসেছিলেন। এমন অনুষ্ঠানে আসতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করে ফেরদৌস বলেন, 'খুব সুন্দর একটি আয়োজন-''স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন।'' স্মাট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট ক্রীড়াঙ্গন প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিতে চান সেই এগিয়ে যাওয়া ত্বরান্বিত করতে হলে আমাদের সবাইকে সুস্থ থাকতে এবং সুস্থ থাকার জন্য চাই শরীর চর্চা এবং খেলাধূলা।'
নিজের নির্বাচনী আসনে খেলার মাঠ ও পরিবেশের বিষয়টি উল্লেখ করে ফেরদৌস বলেন,'মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে এলাকা দিয়েছেন। সেই এলাকায় কিন্তু দেশের সেরা মাঠ ও লেক রয়েছে। সেই জায়গাগুলো যদি সুন্দর ও রক্ষা করতে পারি তাহলে সুন্দর একটি পরিবেশ হবে।'
নায়ক ফেরদৌস উপস্থিত হওয়ার কিছুক্ষণ আগে ঢাকা-৮ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম। দেশের ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র গুলিস্থান, পল্টন ও মতিঝিল। এই এলাকার সংসদ সদস্য প্রার্থী বাহাউদ্দিন নাছিম ক্রীড়াঙ্গনের সবার সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন, 'এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে দেশের সকল ফেডারেশন (ক্রিকেট, শুটিং বাদে)। মতিঝিলে ফুটবলের বিভিন্ন ক্লাব। আমি সুযোগ পেলে ক্রীড়াঙ্গনের সকলকে নিয়ে কাজ করবো।' নির্বাচন কমিশনের বিধির জন্য মনোনীত দুই প্রার্থী অনুষ্ঠানে আসলেও আনুষ্ঠানিকভাবে ভোট চাননি।

'স্মার্ট বাংলাদশে, স্মার্ট ক্রীড়াঙ্গন' এই অনুষ্ঠানের আয়োজক জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম, জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদ এবং জেলা-বিভাগীয় ফুটবল এসোসিয়েশন। এই অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেছে ক্রীড়াঙ্গনের অন্যতম পৃষ্ঠপোষক সাইফ পাওয়ারটেক। অনুষ্টানের শুরুতেই বর্তমান সরকারের আমলে দেশের নানা খাতে উন্নয়নের পাশাপাশি ক্রীড়াঙ্গনের অর্জনসমূহ ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়।
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ, সংগঠক, বিভিন্ন ফেডারেশনের সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমবি সাইফ ক্রীড়াঙ্গনের উন্নয়নের ধারাবাহিকতার জন্য শেখ হাসিনার সরকার আবারও দরকার বলে মনে করেন। তিনি বলেন, 'বাংলাদেশর ক্রীড়াঙ্গনের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে শেখ হাসিনার সরকার দরকার। আমাদের ক্রীড়াঙ্গনের শেখ হাসিনাতেই আস্থা।'
এমবি সাইফের সঙ্গে সুর মেলান বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহদে রেজা, 'বর্তমান সরকার থাকলে বাংলাদেশ ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে। আন্তর্জাতিক অঙ্গনে আরো বেশি সাফল্য এবং পদক পাওয়া সম্ভব হবে।'
অনুষ্ঠানে বক্তব্য রাখা তারকা ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, আব্দুল গাফফার, সংগঠক আজম নাছির, সিরাজউদ্দিন মোঃ আলমগীর, তরফদার রুহুল আমিনসহ প্রায় সবাই বর্তমান সরকার আমলে ক্রীড়াঙ্গনে অবদান এবং বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রীড়াঙ্গনের প্রতি আন্তরিকতার বিষয়টি ফুটিয়ে তোলেন।
আজকের এই ক্রীড়া মিলনমেলায় দেশের প্রায় সকল খেলার ক্রীড়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট সংশ্লিষ্ট কাউকে দেখা যায়নি।
এজেড/এইচজেএস