টেস্ট দলে ওয়ার্নারের বিকল্প হবেন কে?

সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে দলের অন্যতম সেরা পারফর্মার তো বটেই আসরের সেরাদের একজনও ছিলেন ডেভিড ওয়ার্নার। রঙিন পোশাকে এখনও রঙ ছড়ালেও সাদা পোশাকে তার পারফরম্যান্সে ভাটা পড়েছে। ২০২০ সালের পর থেকে তার টেস্ট ব্যাটিং গড় ত্রিশেরও নিচে।
টেস্ট ক্রিকেটে নিজের পারফরম্যান্স গ্রাফের এমন নিম্নমুখী গতি নিজেও টের পেয়েছেন ওয়ার্নার। তাইতো এই ফরম্যাট থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার পরিকল্পনা করে রেখেছেন তিনি। চলমান পাকিস্তান সিরিজকেই নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ হিসেবে বেছে নিয়েছেন এই ওপেনার।
গত জুনে ওয়ার্নার জানিয়েছিলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজে ভালো করে যদি পাকিস্তান সিরিজে সুযোগ পাই, তাহলে সেখানেই টেস্ট থেকে সরে দাঁড়াব। আমি একদম পাকাপাকি বলতে পারি (এরপর) ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলব না।’
ওয়ার্নার অবসরে গেলে দলে সুযোগ পেতে পারেন তরুণ কোনো ওপেনার। এই তালিকায় আছেন ব্যানক্রফট, হ্যারিস ও রেনশ। তাদের প্রস্তুতি ম্যাচে বাজিয়েও দেখা হয়েছে। তবে মার্ক ওয়াহ ভাবছেন অন্য কিছু। তিনি বলেছেন, ‘খুব বেশি বিকল্প নেই। কিন্তু আমি খুব গুরুত্বের সঙ্গে ক্যামেরন গ্রিনকে দিয়ে ইনিংস ওপেন করানোর বিষয়টি ভাবছি। আমি তাকে দলে দেখতে চাই। কারণ, তার মধ্যে অনেক কিছু দেওয়ার আছে।’
‘সে দলে ভালো ভারসাম্য আনবে। কারণ, সে ১০ থেকে ১৫ ঘণ্টা বল করে। সে অসাধারণ একজন ফিল্ডার এবং আমি মনে করি সে ব্যাটিংয়ে এখন পর্যন্ত তেমন কিছু দেখাতে পারেনি। তবে দেখেছি, তার টেকনিক ভালো এবং ফাস্ট বোলিংটাও ভালোই করে।’-আরো যোগ করেন তিনি।
এইচজেএস