আবাহনীকে ভারত যাওয়ার অনুরোধ এএফসির

এএফসি কাপের প্লে অফ ম্যাচ নিয়ে ঢাকা আবাহনী পেন্ডুলামের মতো ঘুরছে। ক্রমেই পরিস্থিতি ভিন্ন থেকে ভিন্ন হচ্ছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে এশিয়ান ফুটবল ফেডারেশনের কম্পিটিশন বিভাগ, বাফুফে ও ঢাকা আবাহনী ত্রিপক্ষীয় এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় এএফসি ঢাকা আবাহনীকে ২৫ এপ্রিল ভারতে ম্যাচ আয়োজনের ব্যাপারে প্রস্তাব দিয়েছে। ঢাকা আবাহনী ও মালদ্বীপের ক্লাব ঈগলসের ম্যাচের জয়ী দল ২৮ এপ্রিল ভারতে ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে পরবর্তী প্লে অফ ম্যাচ খেলবে। এজন্যই আবাহনীকে এএফসি এই পরামর্শ দিয়েছে।
এশিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই পরামর্শ অনুসরণ করা আবাহনীর জন্য কঠিন সেটা ইতোমধ্যে এএফসিকে জানিয়েছেন আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রুপু, ‘বাংলাদেশে ভারতের দূতাবাস বন্ধ রয়েছে। এত স্বল্প সময়ের মধ্যে ভিসা নিয়ে ভারতে গিয়ে খেলা আমাদের জন্য কষ্টসাধ্য। এছাড়াও ফ্লাইট জটিলতার বিষয় রয়েছে।’
ঢাকা আবাহনী বিকল্প প্রস্তাব হিসেবে মালদ্বীপে গিয়ে প্লে অফের বাকি দুই ম্যাচ খেলার কথা জানিয়ছে। যেহেতু দক্ষিণ এশিয়ান জোনের মূল পর্ব মালদ্বীপে। মালদ্বীপে অন অ্যারাইভাল ভিসা ব্যবস্থাও রয়েছে।
এএফসি আপাতত ভারতকে সামনে রেখে এগিয়ে যেতে চাইছে। তারা ব্যাঙ্গালুরু এফসির সাথে যোগাযোগ করবে বাংলাদেশের ভিসার ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারবে কি না। আবাহনী আগামী দুই তিন দিনের মধ্যে বাংলাদেশের লকডাউন পরিস্থিতি এবং সামগ্রিক অবস্থা এএফসিকে জানাবে। এরপর এএফসি এই ম্যাচ পুনরায় পর্যবেক্ষণ জানাবে।
এজেড/এটি/এমএইচ