নারী লিগে নেই সাবিনাদের কিংস!

ঘরোয়া পুরুষ ফুটবল লিগের মতো নারী লিগেও বসুন্ধরা কিংসের একচ্ছত্র প্রাধান্য। অপরাজিত হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়া কিংস আসন্ন নারী লিগের জন্য ক্লাব লাইসেন্সিং সম্পন্ন করেনি। এই আনুষ্ঠানিকতা সম্পন্ন না করায় নারী লিগে কিংসের অংশগ্রহণ অনিশ্চিতই।
পুরুষ ফুটবল লিগের মতো নারী ফুটবল লিগেও ক্লাব লাইসেন্সিং চালু করেছে বাফুফে। লিগে অংশগ্রহণ করতে এই লাইসেন্স বাধ্যতামূলক। কিংসের মতো ক্লাব লাইসেন্সিংয়ে অংশগ্রহণ না করা নিয়ে মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘এটি আসলে অফিসের দাপ্তরিক বিষয়। লাইসেন্সিং একটি স্বাধীন কমিটি দেখে এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই।’
ঘরোয়া ফুটবলে অনেক কিছুই নিয়মের পরিবর্তন হয়। কিংসকে নারী ফুটবলে রাখতে পুনরায় লাইসেন্সিংয়ের মেয়াদ বাড়ানো বা অন্য পদক্ষেপ নেয়া হবে কিনা এই প্রশ্নের উত্তরে কিরণ বলেন, ‘ফেডারেশনের আইন ও আনুষঙ্গিক বিষয় পর্যালোচনা করে দেখা হবে।’
বাংলাদেশের ফুটবলে উন্নয়নে কাজ করছে বসুন্ধরা কিংস। দল গঠন ছাড়াও পৃষ্ঠপোষকতা করছে ব্যাপক। হঠাৎ নারী দল গঠন না করার ব্যাপারটি খোলাসা করেননি ক্লাবটির সভাপতি ও ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি ইমরুল হাসান, ‘লাইসেন্সিং করা হয়নি এর বেশি কিছু এখন বলা যাচ্ছে না।’
সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর নারী ফুটবলারদের নিয়ে ফ্রান্চাইজ লিগ করার কথা ছিল। সেই লিগ হয়নি এখন এখন নিয়মিত লিগে বসুন্ধরা কিংস না থাকলে বড় অশনি সংকেতই সাবিনাদের জন্য।
এজেড/এফআই