টেনিসে ফেডারেশনকে ‘বিশেষ’ স্বীকৃতি

গত বছরের ১ জুলাই টেনিস ফেডারেশনে দায়িত্ব নেয় বর্তমান কমিটি। গত দেড় বছরে নানান খেলাধুলায় মজে ছিলেন শিশু-কিশোররা। ঘরোয়া আসরের পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়েছে বেশ কয়েকটি। তাই বাংলাদেশ টেনিস ফেডারেশনকে ‘হোয়াইট লেবেল রিকগনিশন’ স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (ডব্লিউটিএফ)।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে সেই স্বীকৃতি উন্মোচন করেছে টেনিস ফেডারেশন।
এ স্বীকৃতি সম্পর্কে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার বলেন, হোয়াইট লেবেল রিকগনিশনের ফলে এখন আমরা সব ধরনের টুর্নামেন্টের আয়োজন করতে পারব। বিদেশি জাজ ও রেফারিরা এলে আমাদের আর বাড়তি খরচ করতে হবে না। ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো দেশি-বিদেশি সাবেক খেলোয়াড়দের অংশগ্রহণে মাস্টার্স টুর্নামেন্ট আয়োজনের জন্য আমাদের প্রস্তাবকে গ্রহণ করেছে ডব্লিউটিএফ।
সাবেক টেনিস খেলোয়াড় ও টেনিস ফেডারেশনের কর্মকর্তা খালেদ আহমেদ বলেন, ১৯৭২ সালে ফেডারেশন গঠনের পর এই প্রথম বাংলাদেশের টেনিস এই স্বীকৃতি পেয়েছে।
সহ-সভাপতি মোতাহার হোসেন টেনিস ফেডারেশনকে স্মার্ট দাবি করে বলেন, স্মার্ট ক্রীড়াঙ্গণে আগেই প্রবেশ করেছে টেনিস ফেডারেশন। বিদেশিরা নিবন্ধন করছে ভিসা বা মাস্টার কার্ডের মাধ্যমে। আমাদের লেনদেনও হচ্ছে ক্যাশলেস (নগদহীন)। তাই আমার মনে হয়, দেশের ক্রীড়াঙ্গণে আমরাই প্রথম স্মার্ট ফেডারেশনে পরিণত হয়েছি।
বুধবার (২০ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে বিজয় দিবস টেনিস টুর্নামেন্টের খেলা। চার দিনব্যাপী আয়োজিত টুর্নামেন্টে অনূর্ধ্ব-১২, ১৪ ও ১৬ বছরের একক ইভেন্টে খেলবে বালক ও বালিকারা।
এদিকে, বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে নারায়ণগঞ্জের নুরুল ইসলাম স্মৃতি পাঠাগার। সুইস লিগ পদ্ধতিতে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও সংগঠনের দাবাড়ুরা।

এতে ৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন হরিহরপাড়া স্কুলের মোহাম্মদ রিয়াদ রহমান। আর ৪ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছেন নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের মেহরাব হোসেন রাতুল।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জের বিশিষ্ট শিক্ষানুরাগী কাশেম জামাল।
এজেড/কেএ