ব্যর্থতার বৃত্ত ভেঙে সৌম্যর হাফসেঞ্চুরি

টানা রান খরায় ভুগছিলেন সৌম্য সরকার। বারবার সুযোগ পেয়েও কিছুতেই ব্যাটে রান তুলতে পারছিলেন না তিনি। অবশেষে ব্যর্থতার বৃত্ত ভেঙে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন এই ওপেনার।
নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের আস্থার প্রতীক হয়ে উইকেটে রয়েছেন সৌম্য। এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও তৌহিদ হৃদয় ফিরে গেলেও এক প্রান্ত আগলে রেখেছেন তিনি।
ব্যক্তিগত ইনিংসে ৪৮ বলে ৯টি চারের মারে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন সৌম্য। এর মধ্য দিয়ে ওয়ানডে ক্যারিয়ারে ১২তম হাফসেঞ্চুরির দেখা পেলেন তিনি।
১৬তম ওভারের দ্বিতীয় বলে অফ সাইডে মিলনেকে চার হাঁকিয়ে হাফসেঞ্চুরি তুলে নেন সৌম্য। ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডেতে ডাক মেরেছিলেন তিনি। তার আগেও, মিরপুরে এই এই কিউইদের বিপক্ষেই ডাক মেরেছিলেন তিনি। অবশেষে নেলসনে এসে হাসল সৌম্যর ব্যাট।
রিপোর্টটি লেখা পর্যন্ত ২১ ওভার শেষে ৪ উইকেটে ৯১ রান তুলেছে বাংলাদেশ।
এর আগে, দুর্ভাগ্যের শিকার হয়ে রান আউট হন তৌহিদ হৃদয়। ব্যক্তিগত ১২ রান করে সাজঘরে ফিরে যান তিনি।
১৭তম ওভারের শেষ বলে জস ক্লার্কসনের ফুল লেন্থের বল সজোরে চালিয়েছিলেন স্ট্রাইকে থাকা সৌম্য সরকার। তা সোজা বোলার ক্লার্কসনের হাতে লেগে স্ট্যাম্প ভেঙে যায়। তখন টাচলাইনের বাইরে থাকায় রান আউট হয়ে যান হৃদয়।
তার আগে, আর জ্যাকব ডুফির অফ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে কাভার পয়েন্টে থাকা উইল ইয়ংয়ের হাতে ক্যাচ দেন লিটন। ফেরার আগে মাত্র ৬ রান করে যান তিনি।
ব্যক্তিগত ৬ রানে আউট হন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জ্যাকব ডুফির শর্ট লেন্থের বল লেগ সাইডে ফ্লিক করতে চেয়েছিলেন শান্ত। তবে বল কানায় লেগে চলে যায় হেনরি নিকোলসের হাতে।
সাবধানি শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি এনামুল হক বিজয়। মাত্র দুই রান করে সাজঘরে ফিরে যান এই ডানহাতি ব্যাটার।
দলীয় ১১ রানে বিজয়ের উইকেট হারায় বাংলাদেশ। অ্যাডাম মিলনের লেন্থ বল খেলতে গিয়ে সেকেন্ড স্লিপে ক্যাচ দেন বিজয়। তা সহজেই তালুবন্দি করেন সেখানে থাকা কিউই অধিনায়ক টম লাথাম। ফলে ১২ বলে দুই রান করে ফিরতে হয় বিজয়কে।
কেএ