ছুরির আঘাতে হাসপাতালে বিশ্বকাপ ফাইনাল খেলা আর্জেন্টাইন তারকা

আর্জেন্টিনার সবচেয়ে দুর্ভাগ্যের সময় বলা চলে ২০১৪ থেকে ২০১৬। টানা তিন বছর দলটা খেলেছে তিন ফাইনালে। যদিও খালি হাতে ফিরতে হয়েছে সবসময়ই। সেই সময়ের অপরিহার্য এক সদস্য ছিলেন এজেকিয়েল লাভেজ্জি। লিওনেল মেসির সঙ্গে তার রসায়ন ছিল অসামান্য। যদিও একসময়ের এই তারকা এখন ফুটবল থেকে অনেকটাই দূরে।
দূরে আছেন নিজের দেশ থেকেও। ফুটবল থেকে বিদায় নেওয়ার পর আর্জেন্টিনা ছেড়ে উরুগুয়ের স্থাইয়ী বাসিন্দা হয়েছেন তিনি। সেখান থেকেই পাওয়া গেল তার ব্যাপারে দুঃসংবাদ। তারই পরিবারের এক সদস্যের ছুরিকাঘাতের ফলে হাসপাতালে ভর্তি আছেন সাবেক এই তারকা।
— SPORTbible (@sportbible) December 20, 2023
আর্জেন্টিনার গণমাধ্যমের ভাষ্য, নিজের বাসায় ক্রিসমাসের আয়োজন উপলক্ষ্যে আয়োজনে জড়ো হয়েছিলেন লাভেজ্জির পরিবারের অনেকে। সেখানেই পেটে ছুরিকাঘাতে আহত হন লাভেজ্জি। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। গতকাল বুধবার উরুগুয়ের মালদোনাদোয় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, স্থানীয় সময় গতকাল ভোরে পরিবারের সঙ্গে পার্টিতে লাভেজ্জিকে ছুরিকাঘাত করা হয়। এতে তার পেটে ও কলারবোনে (কণ্ঠাস্থি) ক্ষত দেখা দিলে জরুরি সেবা সংস্থাকে ফোন দেওয়া হয়। পরে তাকে মালদোনাদোর কান্তেগ্রিল সানাতোরিয়াম হাসপাতালে নিয়ে যান। সেখানেই এখন চিকিৎসা চলছে তার।

অবশ্য পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, লাভেজ্জিকে কেউ ছুরিকাঘাত করেনি। আলোক বাতি পরিবর্তন করতে গিয়ে মই থেকে পিছলে পড়ে গিয়ে আহত হয়েছেন।
আর্জেন্টাইন গণমাধ্যম ক্লারিন জানিয়েছে, স্থানীয় পুলিশ লাভেজ্জির ছুরিকাহত হওয়ার ঘটনা নিশ্চিত করতে পারেনি। হাসপাতাল কর্তৃপক্ষও এখনো নিশ্চিত করে কিছু জানায়নি।
২০০৮ অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি ও আনহেল দি মারিয়াদের সঙ্গে স্বর্ণপদক জিতেছেন লাভেজ্জি। ২০১৪ বিশ্বকাপ ফাইনালের পাশাপাশি দুই কোপা আমেরিকা ফাইনালেও দলের অংশ ছিলেন। ২০১৬ কোপা আমেরিকায়ই শেষবার আর্জেন্টিনার হয়ে খেলেছেন। ২০১৯ সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার পর থেকেই পরিবার নিয়ে উরুগুয়েতে থাকেন লাভেজ্জি।
জেএ