‘দুই বছর অপেক্ষায় ছিলাম’, ‘চ্যাম্পিয়নশিপ’ জিতে রাসেল

দুই বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন আন্দ্রে রাসেল। ফেরার ম্যাচেই হয়েছিলেন ম্যাচসেরা। বাকি ম্যাচগুলোতেই ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাতে ইংলিশদের হারিয়ে সিরিজ জিতেছে ক্যারিবিয়ানরা। এই জয় রাসেলের কাছে কোনো চ্যাম্পিয়নশিপ জয়ের মতোই বিশেষ।
ক্যারিয়ারে কখনোই অফ ফর্মের কারণে দলের বাইরে ছিলেন না। মূলত ফ্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি বেশি আকর্ষণ থাকায় জাতীয় দলে অনিয়মিত হয়েছেন। তবে রাসেল জানালেন, তিনি সবমসয় জাতীয় দলকে বেশি প্রধান্য দেন। এমনকি গত দুই বছর ধরেই ফেরার অপেক্ষায় ছিলেন তিনি।
রাসেল বলেন, 'সত্যি বলতে ফিরে আসা এবং ওয়েস্ট ইন্ডিজ দলে যোগ দেওয়ার জন্য ডাক পাওয়া অনেক বড় কিছু। আমি গত দুই বছর ধরে কাজ করেছি, দলে ডাক পাওয়ার অপেক্ষায় থেকেছি। ফিরে আসতে পেরে এবং সিরিজ জিততে পেরে আমি রোমাঞ্চিত।'
টি-টোয়েন্টি সিরিজ জয়ে নিয়ে রাসেল বলেন, 'কোচ আমাকে অনেক সমর্থন দিয়েছেন। আমি খুব খুশি। মনে হচ্ছে সিরিজ জয়ের মধ্য দিয়ে বড়, বড় একটি চ্যাম্পিয়নশিপ জিতেছি, আমার কাছে এটার গুরুত্ব এমনই।'
নিজের ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে রাসেল বলনে, 'আমি আরও ভালো (শারীরিক) গঠনে থাকব। সত্যি বলতে দেখতে ইউএফসি ফাইটারের মতো হয়ে উঠব। আমার এখনও ক্রিকেটে অনেক কিছু দেওয়ার আছে এবং এটা ভালো। যখন ক্রিকেট খেলবেন, প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন, শরীরও তখন সক্রিয় থাকবে এবং বিশ্বকাপের জন্য শুধু ঘরে বসে থাকা লাগবে না।'
এইচজেএস