একদিন আগেই একাদশ ঘোষণা অজিদের, পাকিস্তানেও চমকের আভাস

বাজবল থিওরিতে টেস্ট ক্রিকেট তো বটেই সব ফরম্যাটেই ক্রিকেটকে খানিকটা বদলে দিয়েছে ইংল্যান্ড। ম্যাচ শুরুর একদিন আগেই স্কোয়াড ঘোষণা করতে আগ্রহী সবাই। তাতে মানসিকভাবেই খানিকটা এগিয়ে থাকা যায় প্রতিপক্ষের তুলনায়। পাকিস্তানের বিপক্ষে আলোচিত বক্সিং ডে টেস্টের আগে সেই পথেই হাঁটল অস্ট্রেলিয়া। একদিন আগেই নিজেদের একাদশ ঘোষণা করেছেন প্যাট কামিন্স।
মেলবোর্নে খেল্পতে নামার আগে নিজেদের স্কোয়াডে কোনো পরিবর্তন আনছে না অজিরা। স্কট বোল্যান্ডকে এই ম্যাচে ফেরানোর কথা থাকলেও, শেষ পর্যন্ত তা আর হচ্ছেনা। ইনজুরি থেকে সেরে উঠলেও ম্যাচফিট নন বোল্যান্ড। নিজ শহরে অনুষ্ঠিত টেস্ট তাই উপভোগ করা ছাড়া বিকল্প নেই তার সামনে। বোল্যান্ড না থাকায় অজিদের পেস ইউনিটের নেতৃত্ব দেবেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউড।

এই নিয়ে টানা সাত ম্যাচে একই পেস আক্রমণ নিয়ে হাজির হচ্ছে অজিরা। বিষয়টি নিয়ে বিষ্মিত কামিন্স নিজেও, ‘আমরা স্কটির (স্কট বোল্যান্ড) দারুণ ভক্ত। আমার মনে হয়না এটা লুকানোর মত কিছু। আমরা একই পেস আক্রমণ নিয়ে টানা ৭ ম্যাচ খেলছি, এমনটা খুবই দূর্লভ। প্রতিবারই কিছু না কিছু ইস্যু মাথাচাড়া দিচ্ছে।’
আরও পড়ুন
এদিকে পাকিস্তান আছে ইনজুরি সমস্যায়। আপাতত ১২ জনের নাম ঘোষণা করা হয়েছে সফরকারী দলের পক্ষ থেকে। টসের সময় জানা যাবে মূল একাদশ। তবে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে সাজিদ খানের দলে অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত।
টেস্ট শুরুর আগেই ছিটকে গিয়েছিলেন দলের স্পিন ভরসা আবরার আহমেদ। প্রস্তুতি ম্যাচেই পায়ের ইনজুরিতে পড়েছিলেন তিনি। বিকল্প স্পিনার নুমান আছেন অ্যাপেন্ডিসাইটিস সমস্যায়। সাজিদ খানের দলে আসা তাই প্রায় নিশ্চিত। দলে একমাত্র স্পিনার হিসেবে খেলবেন তিনিই।
ফাহিম আশরাফ বাদ পড়তে যাচ্ছে এই টেস্টে। প্রথম টেস্টে বল হাতে ভাল কিছু করা হয়নি তার। যার কারণে বাদ যাচ্ছেন তিনি। তার বদলি হিসেবে মীর হামজা এবং হাসান আলীর নাম ঘোষণা করা হয়েছে। দুজনের মধ্যে কে খেলবেন, তা জানা যাবে টসের সময়েই। একইরকম ফর্মহীনতায় থেকে দল থেকে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ উইকেট রক্ষক সরফরাজ আহমেদ। টেস্টের পর দুই দিনের প্রস্তুতি ম্যাচেও নিষ্প্রভ ছিলেন সরফরাজ।
বিপরীতে ভিক্টোরিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অর্ধশতকের দেখা পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান। উইকেটের পেছনে মেলবোর্ন টেস্টে তাই তাকেই ফেরাচ্ছে টিম ম্যানেজমেন্ট।
অস্ট্রেলিয়া একাদশ:
ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচ মার্শ, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।
পাকিস্তানের ঘোষিত ১২ জন:
ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, শান মাসুদ, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, শাহিন আফ্রিদি, হাসান আলী, মীর হামজা, আমির জামাল, সাজিদ খান।
জেএ