পোলার্ডরা বাংলাদেশে আসছেন না ‘করোনা-শঙ্কায়’

আসন্ন বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ যেন হঠাৎ করেই ফিরিয়ে আনল ২০০৯ সালে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরকে। সেবার বোর্ডের সঙ্গে দেনা-পাওনা বিষয়ক সমস্যায় সিরিজ থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন ক্রিস গেইলরা। তাদের উত্তরসূরী কাইরন পোলার্ডরাও এবার সিরিজ থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। তবে এবারের কারণ ‘করোনা-শঙ্কা’। যে কারণে নিয়মিত একাদশের ১০ জনকে ছাড়াই ক্যারিবীয়রা আসছে বাংলাদেশে।
করোনা-জটিলতায় আর দীর্ঘ জৈব-সুরক্ষা বলয়ের কারণে সিরিজ যে ছোট হয়ে আসছে, তা একরকম নিশ্চিতই ছিল। মঙ্গলবার সে সফরের দল ঘোষণা করেছে উইন্ডিজ। ওয়ানডে ও টেস্টের দুই অধিনায়ক পোলার্ড ও জেসন হোল্ডারের নাম নেই যাতে।
‘করোনা-শঙ্কায়’ তাদের সঙ্গে আরও আসছেন না ড্যারেন ব্রাভো, শেলডন কটরেল, রস্টন চেইস, শাবার ব্রুকস, এভিন লুইস, শেই হোপ, শিমরন হেটমায়ার ও নিকলাস পুরান। পারিবারিক কারণে সিরিজ থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন ফাবিয়ান অ্যালেন ও শেন ডাওরিচ। ১২ জন অবশ্য সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছেন বোর্ডের নিয়ম মেনেই। করোনাকালে কোনো সফরের আগে নিজেদের নাম প্রত্যাহারের স্বাধীনতাটা আছে পোলার্ড-হোল্ডারদের।
তাদের অনুপস্থিতিতে অনভিজ্ঞ দলটাকে টেস্টে নেতৃত্ব দেবেন ২০১৮ বাংলাদেশ সফরেও ক্যারিবীয়দের নেতৃত্ব দেয়া অভিজ্ঞ ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট। তার ডেপুটি হিসেবে থাকছেন নিউজিল্যান্ডে দারুণ পারফর্ম করা জার্মেইন ব্ল্যাকউড।
ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে স্কোয়াডের অতিরিক্ত সদস্য হিসেবে থাকা শেন মোজলি ও কাইল মায়ার্স অবশেষে জায়গা পেয়েছেন দলে। প্রথমবারের মতো দলে আসছেন ক্যাভেম হজ।
আর ওয়ানডে দলকে পোলার্ডের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন জেসন মোহাম্মেদ, যিনি কিনা ২০১৮ সালের পর এই প্রথম খেলবেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে! সুনিল আমব্রিসকে সহকারী হিসেবে পাচ্ছেন তিনি। ওয়ানডে দলে নতুন মুখ অলরাউন্ডার আকিল হুসেইন ও কেজর্ন ওটলি।
আগামী ১০ জানুয়ারি ঢাকায় এসে কোয়ারেন্টিন শেষ করে ১৮ জানুয়ারি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা। ২০ ও ২২ জানুয়ারি সিরিজের প্রথম দুই ওয়ানডে খেলে ঢাকা ছাড়বে দলটি। চট্টগ্রামে সিরিজের তৃতীয় ওয়ানডে ২৫ জানুয়ারি। সেখানেই ৩ ফেব্রুয়ারি শুরু হবে টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্টটি হবে মিরপুরে, আগামী ১১ ফেব্রুয়ারি।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল:
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বোনের, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, ক্যাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শেন মোজলি, ভিরাসামি পেরমল, কেমার রোচ, রেমন রিফার, জোমেল ওয়ারিক্যান।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল:
জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনিল আমব্রিস, এনক্রুমা বোনের, জশুয়া ডি সিলভা, জামার হ্যামিল্টন, শেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কেজর্ন ওটলি, রভম্যান পাওয়েল, রেমন রিফার, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।
এনইউ