প্রথম ওভারে বল করা চ্যালেঞ্জিং নয় : মেহেদী

নেপিয়ারের মাঠে পেসাররা কেমন সহায়তা পাবেন, সেটি বাংলাদেশ-নিউজিল্যান্ডের শেষ ওয়ানডেতেই টের পাওয়া গিয়েছিল। শরিফুল-সাকিবদের বোলিং তোপে নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে হারের স্বাদ পায় কিউইরা। এরপর টি-টোয়েন্টিতে সেই একই ভেন্যুতে খেলতে নেমে বাংলাদেশ শুরুটা করে স্পিনারকে দিয়ে। আর তাতেই বাজিমাত! অফ-স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী প্রথম ওভারেই সাফল্য পান। যা নিয়ে ম্যাচ শেষে কথা বলেছেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। নেপিয়ারে এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরে শুরুতেই স্পিনার শেখ মেহেদীর হাতে বল তুলে দেওয়ায় কিছুটা বিস্মিত হতে পারেন ক্রিকেট ভক্তরা। এরপর ১৬ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা এই অলরাউন্ডার নিজের ভেলকি দেখিয়েছেন। ৪ ওভারে মাত্র ১৪ রান খরচায় শিকার করেছেন ২ উইকেট। হয়েছেন সেরা খেলোয়াড়ও।
প্রথম ওভারে বল করা কেমন চ্যালেঞ্জিং— ম্যাচ শেষে জানতে চাওয়া হয় ২৮ বছর বয়সী এই ক্রিকেটারের কাছে, ‘না, চ্যালেঞ্জিং না এটা। আমি তো টি-টোয়েন্টিতে প্রথম ওভার করতে অভ্যস্ত। তবে যে কন্ডিশনেই হোক, অবশ্য চ্যালেঞ্জিংও। আমার কাজ বল করা, সেটা যখন যেখানেই হোক করতে হবে। টিম ম্যানেজমেন্ট আমার ওপর বিশ্বাস রাখছে বলেই প্রথম ওভারে বল দিয়েছে, যেকোনো কন্ডিশনেই হোক আমাকে তা করতে হবে।’
আরও পড়ুন
ম্যাচ খেলবেন এই কথাটি কখন জানতেন এমন প্রশ্নের জবাবে মেহেদী বলেন, ‘আগে না জানা থাকলে তো প্রথম ওভার করতাম না। জাস্ট বিফোর ওয়ার্ম আপের আগে আমাকে জানিয়েছে যে আমি খেলতেছি। ওভাবেই আমি প্রস্তুতি নিছি ততক্ষণের মধ্যেই।’
বোলাররা ভালো করলে আত্মবিশ্বাস বেড়ে যায় বলেও মনে করেন মেহেদী, ‘বোলাররা যখন সাপোর্ট দেবে, দলের আত্মবিশ্বাস তখন অনেক বেড়ে যায়। শেষ ওয়ানডেতে বোলিং ইউনিট দুর্দান্ত পারফর্ম করেছে। ওই মেসেজগুলো হয়তো বোলারের মধ্যে আছে যে এই কন্ডিশনে জিততে হলে বোলারদের এমন স্মার্ট বোলিং করতে হবে। আলহামদুলিল্লাহ এজন্য সবাই চিন্তা করছে যে ভালো হবে। যে কয়জন বোলিং করছে সবাই ভালো করছে।’
এসএইচ/এএইচএস