দেশে মায়ের মৃত্যু, দুবাইয়ে আটকে সাবেক নির্বাচক ফারুক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক নির্বাচক ফারুক আহমেদের মা নুরজাহান আকতার। সেখানেই আজ (শনিবার) মারা গেছেন তিনি। তবে মায়ের মৃত্যুর সময় পাশে থাকতে পারেননি ফারুক। বর্তমানে দুবাইয়ে আছেন। সেখান থেকে ফিরতে চেয়েছিলেন, তবে চলমান লকডাউনের কারণে মায়ের কাছে আসার সুযোগ পাননি ফারুক।
ফারুকের খালাত ভাই সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস। তিনি এখন জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায় আছেন। সেখান থেকে তারও ফেরার সুযোগ নেই। ফারুকের মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নাফীসের মা এবং ফারুকের ছোট খালা সালমা আনজুম লতা।
নিজের ফেসবুক প্রোফাইলে লতা লিখেছেন, ‘আমার মাতৃতুল্য বড় আপা নুরজাহান আকতার আর নেই। ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ১৭ই এপ্রিল, শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে চার ঘটিকায় পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বড় আপার জন্য সবাই দু'আ করবেন।’
এদিকে মায়ের মৃত্যুর সময় তার কাছে থাকতে পারেননি ফারুক। বর্তমানে দুবাই আছেন তিনি। ব্যক্তিগত কাজে কিছুদিন আগে সেখানে গেছেন জাতীয় দলের সাবেক এই নির্বাচক। করোনাভাইরাস কারণে চলমান লকডাউনের জন্য সংযুক্ত আরম আমিরাতের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল সাময়িক বন্ধ আছে। এজন্য ফিরতে পারননি ফারুক। মায়ের মৃত্যুখবর সেখানে বসে পেয়েছেন।
আজ সকালে জরুরিভাবে দেশে ফিরতে চেয়েছিলেন, কিন্তু সে সুযোগও পাননি তিনি। ফারুক সহ নুরজাহান আকতারের সর্বমোট সাত সন্তান। যার চারজনই দেশের বাইরে থাকেন। সাবেক ক্রিকেটার ও জাতীয় নির্বাচকের মায়ের মৃত্যুতে এক বিবৃতির মাধ্যমে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
টিআইএস/এটি/এনইউ