বার্সেলোনার আরও এক ড্র, শঙ্কা ইউরোপা লিগের

চলতি মৌসুমে বার্সেলোনা যেন চলছে উল্টোরথে। শেষ ১১ মৌসুমে আটটি লিগ শিরোপা জেতা দলটাই রীতিমতো খাবি খাচ্ছে শীর্ষ চারে জায়গা করে নিতে। বছরের শেষ ম্যাচে এসডি এইবার এর সঙ্গে ১-১ ড্রয়ে ষষ্ঠ অবস্থানে থেকে ২০২০ সাল শেষ করেছে কাতালানরা। ২০০৩-০৪ মৌসুমের পর প্রথমবারের মতো শীর্ষ চারের বাইরে থেকে নতুন বছরে পা দিচ্ছেন লিওনেল মেসিরা, যাতে মাথাচাড়া দিচ্ছে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলার শঙ্কাও।
গোড়ালির চোট এদিন অধিনায়ক মেসিকে ছিটকে দিয়েছিল স্কোয়াড থেকে। নিষেধাজ্ঞার জন্যে ছিলেন না জর্দি আলবা। ফলে একাদশে জায়গা করে নিয়েছিলেন অ্যান্টোয়ান গ্রিজমান আর লেফটব্যাক জুনিয়র ফিরপো।
নিজেদের মাঠে বার্সা এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল একেবারে শুরুতেই। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মার্টিন ব্রাথওয়েট। এরপর আরও বেশ কিছু সুযোগ নষ্ট করার পর সফলতা পান ২৩ মিনিটে। কিন্তু জুনিয়র ফিরপোর নিচু ক্রসে তার করা দারুণ ফিনিশটি বাতিল হয় অফসাইডের খড়গে।
দ্বিতীয়ার্ধে উসমান দেম্বেলে গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হয়েছেন লক্ষভেদে। উল্টো প্রতি-আক্রমণে গোলই হজম করে বসে কোচ রোনাল্ড কোম্যানের শিষ্যরা, ৫৭ মিনিটে কিকে গার্সিয়ার গোলে তখন ন্যু ক্যাম্পে দীর্ঘ জয়খরা কাটানোর স্বপ্নে বিভোর এসডি এইবার।
বার্সা জবাবটা দেয় প্রায় কাছাকাছি সময়েই। ৬৭ মিনিটে জুনিয়র ফিরপোর নিচু ক্রসে বক্সে ঠিকঠাক পা ছোঁয়াতে পারেননি ব্রাথওয়েট। প্রায় অরক্ষিত অবস্থায় বল পেয়ে দারুণ এক নিচু শটে দলকে সমতায় ফেরান মাত্রই চোট কাটিয়ে বদলি হিসেবে মাঠে ফেরা উসমান দেম্বেলে। তবে এরপর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কোনো দলের, ফলে ১-১ ড্রই নিয়তি হয় ম্যাচের।
মেসি মাঠে না থাকলেও বড়দিনের ছুটি কাটিয়ে আর্জেন্টিনা থেকে সরাসরি এসেছিলেন ন্যু ক্যাম্পে। শেষ মিনিটে যখন মাথা এপাশ-ওপাশ করতে করতে গ্যালারি ছাড়ছেন, অভিব্যক্তিই বলে দিচ্ছিল কতটা হতাশ বার্সা অধিনায়ক।
এই ড্রয়ের ফলে বছরের শেষ দিনেও শীর্ষ চারে ওঠা হল না কোম্যানের শিষ্যদের। ১৫ ম্যাচ থেকে মাত্র ২৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থেকে বছর শেষ করছে দলটি, যা ২০০৩-০৪ মৌসুমের পর প্রথমবারের মতো দেখছে ক্লাবটি। পারফর্ম্যান্সে পরিবর্তন না এলে যে ইউরোপা লিগেই খেলতে হবে আগামী মৌসুমে, তা বলাই বাহুল্য।
এনইউ