ভারতকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে দাপট দেখিয়ে টেস্ট সিরিজ জিতেছিল ভারত নারী দল। সাদা পোশাকের রঙিন পারফরম্যান্স যেন সেখানেই রেখে এসেছেন স্মৃতি মান্দানারা। রঙিন পোশাকে খেলতে নেমে তার পারফরম্যান্সের চিত্রটা যে একেবারেই মলিন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অজি নারীদের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে ভারত নারী দল।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ওয়াংখেড়েতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে খেলতে নেমে ৩২ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪৮ রানে অলআউট হয় ভারত।
পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভুগতে থাকে ভারত। ৬ রান করে ইয়াশতিকা ভাটিয়ে সাজঘরে ফিরলে ভাঙে ৩২ রানের উদ্বোধনী জুটি। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি স্মৃতি মান্দানাও। তার ব্যাট থেকে এসেছে ২৯ রান।
এরপর রিকা ঘোষ, জেমিমা রদ্রিগেজ ও দীপ্তি শর্মারাও ভালো শুরু পেয়েছিলেন। তবে কেউই দায়িত্ব নিয়ে লম্বা সময় ব্যাট করতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেটে হারিয়ে দেড়শ'র আগেই থেমেছে স্বাগতিকরা। ফলে ১৯০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে ৩-০ তে সিরিজ জিতেছে অজি মেয়েরা।
এর আগে শুরুতে ব্যাটিং করতে নেমে উড়ন্ত শুরু পায় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে তারা ১৮৯ রান তোলে। ৮২ রান করে অ্যালিসা হিলি সাজঘরে ফিরলেও সেঞ্চুরি পেয়েছেন আরেক ওপেনার ফোবে লিচফিল্ড। তার ১১৯ রানের ইনিংসে ভর করে ৩৩৮ রান তোলে অস্ট্রেলিয়া।
এইচজেএস