কেপটাউন টেস্টের প্রথম দিনেই যত রেকর্ড

টেস্ট ক্রিকেটের পাগলাটে একটা দিনই দেখা গেল দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে পিচে আগুন ঝরিয়েছেন বোলাররা। আরও স্পষ্ট করে বললে পেস বোলাররা। কেপটাউনে একদিনেই পড়েছে ২৩ উইকেট। যাতে ভেঙেছে ১২৮ বছরের পুরাতন এক রেকর্ডও।
এর আগে আফ্রিকান এই দেশটিতে কোনও টেস্ট ম্যাচের প্রথম দিনে এত উইকেট পড়েনি। ১৮৯৬ সালে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের টেস্টের প্রথম দিন পড়েছিল ২১টি উইকেট। এত দিন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টের প্রথম দিনে সেটাই ছিল সব থেকে বেশি উইকেট পড়ার নজির। ১২৮ বছরের সেই রেকর্ড বুধবার ভেঙে গেল।

এমনকি সামগ্রিকভাবেই টেস্টের প্রথমদিনে উইকেট পতনের দিক থেকে এটি দ্বিতীয় সর্বোচ্চ। টেস্টের ইতিহাসে প্রথম দিনে সব থেকে বেশি উইকেট পড়ার নজির রয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে। ১৯০২ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্টের প্রথম দিন পড়েছিল ২৫টি উইকেট। কাকতালীয়ভাবে সেই টেস্টও ছিল জানুয়ারি মাসেই।
আরও পড়ুন
এছাড়া কেপটাউনে দুই ইনিংসে ভারত এবং দক্ষিণ আফ্রিকা মিলিয়ে খেলতে পেরেছে ৩৪৯ বল। যা টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে দুই ইনিংসে বলের হিসেবে দ্বিতীয় সর্বনিম্ন। এরচেয়ে কম বল খেলা হয়েছিল ১৯০২ সালের সেই ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্টে। সেবার প্রথম দুই ইনিংসে বল হয়েছিল মোটে ২৮৭টি।
কেপটাউনে এদিন আগে ব্যাট করে ৫৫ রানে অলআউট হয় প্রোটিয়ারা। তাতে বেশ কিছু বিব্রতকর রেকর্ডও গড়েছে তারা। অতীতে ৫৫ রানের কমে আরও অন্তত ৭ বার অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে ১৯৩২ সালের পর নিজেদের টেস্ট ইতিহাসে আজই সর্বনিম্ন সংগ্রহের রেকর্ড গড়ল ডিন এলগারের দল। সেবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৩৬ রানেই অলআউট হয় প্রোটিয়ারা। এ ছাড়া ভারতের বিপক্ষেও যে কোনো দলের সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড এটি।

লজ্জার রেকর্ডে আছে ভারতের নামও। ‘শূন্য’ রানে অর্থাৎ কোনো রান না করে নিজেদের শেষ ৬টি উইকেট হারিয়েছে সফরকারীরা। এমন ঘটনা আগে কখনো ঘটেনি। চা-বিরতির পর একপর্যায়ে ভারতের রান ছিল ৪ উইকেটে ১৫৩। তারপর মাত্র ১১ বলের ব্যবধানে ভারতের বাকি ৬টি উইকেট পড়ে যায়। ১৫৩ রানেই অলআউট হয় তারা।
রেকর্ডটা হয়েছে এই সময়ে। শেষ ৬ উইকেট হারানোর বিপরীতে স্কোর বোর্ডে কোনো রানই যোগ করতে পারেননি ভারতীয় ব্যাটাররা। অর্থাৎ ইনিংসের ওই পর্যায়ে তারা ১১টি বল খেলেছেন, বিপরীতে রানের খাতা শূন্য।
বুধবার শুরু হওয়া এই টেস্টে ৫৫ রানে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয়। তার পর ভারতের ইনিংস শেষ হয় ১৫২ রানে। প্রথম দিনেই দ্বিতীয়বার ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। দিনশেষে দ্বিতীয় ইনিংসে তাদের রান ৩ উইকেটে ৬২। ভারতের থেকে এখনও ৩৬ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।
জেএ