তাহসিন-সুব্রতকে হটিয়ে নীড়-নাসির শীর্ষে

ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবায় সপ্তম রাউন্ড শেষে চার ফিদে মাস্টার যুগ্মভাবে শীর্ষে ছিলেন। আজ অস্টম রাউন্ডে ফিদে মাস্টার মনন রেজা নীড়, তাহসিন তাজওয়ার জিয়াকে এবং ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ, সুব্রত কুমার বিশ্বাসকে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। অষ্টম রাউন্ডে হেরে যাওয়ায় তাহসিন ও সুব্রত শীর্ষ স্থান থেকে ছিটকে তৃতীয় স্থানে চলে গেছেন।
আগামীকাল শেষ রাউন্ডে শিরোপার জন্য নীড় ও নাসিরের প্রয়োজন জয়। নীড় লড়বেন গ্র্যান্ডমাস্টার জিয়ার বিপক্ষে আর নাসির ক্যান্ডিডেট মাস্টার সাকলাইনের সঙ্গে। নীড় ও নাসির দুই জনই জিতলে টাইব্রেকিং হবে। আবার দুই জনই ড্র বা একজন ড্র কিংবা হারলে সেক্ষেত্রে আজ সাড়ে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা জিয়া, সাকলাইন ও মিনহাজউদ্দিন সাগরের পয়েন্টও সমান হতে পারে। সেক্ষেত্রেও টাইব্রেকিংয়ে শিরোপা নিষ্পত্তি হবে।
ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, অনত চৌধুরী, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেন, ক্যান্ডিডেট মাস্টার মোঃ মাছুম হোসেন ও সুজন।
অষ্টম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবজিদ রহমানকে, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে, ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ স্বর্নাভো চৌধুরীকে, অনত চৌধুরী শেখ রাশেদুল হাসানকে, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ মোঃ মনিরুজ্জামান মাসুদকে, ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেন ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজিদুল হককে, ক্যান্ডিডেট মাস্টার মোঃ মাছুম হোসেন মোঃ আনোয়ার হোসেন দুলালকে, সুজন মোঃ সবুজুর রহমানকে গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার মোঃ মঞ্জুর আলমকে, ফিরোজ আহমেদ মোহাম্মদ সেলিমকে, ফিদে মাস্টার মোঃ সায়েফ উদ্দীন তানভীর আলমকে, মোহাম্মদ শফিকুল ইসলাম ফয়জুল আনামকে, আহনাফ রশিদ চৌধুরী মোঃ মুতাকাব্বিরকে ও মোঃ মহিলা ক্যান্ডিডেট মাস্টার মোঃ নাসির উদ্দিনকে পরাজিত করেন।
এজেড/এইচজেএস