প্রথম স্লিপ যেন পাকিস্তানের গলার কাঁটা

পাকিস্তানের চলমান অস্ট্রেলিয়া সফরে যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে স্লিপ ফিল্ডিং। বাউন্সি কন্ডিশনে স্লিপ ফিল্ডিং খুবই গুরুত্বপূর্ণ, অথচ সেখানে ধারবাহিকভাবে ব্যর্থ পাকিস্তানের ফিল্ডাররা। এখনো পর্যন্ত সিরিজের তিন টেস্টের সবগুলোতেই স্লিপে সহজ ক্যাচ ফেলেছে পাকিস্তান, যার মাশুলও দিয়েছে তারা।
প্রথম টেস্টে আমের জামালের বলে উসমান খাজার ক্যাচ মিস। প্রথম স্লিপে দাঁড়ানো আবদুল্লাহ শফিক খাজার টপ এজড হয়ে ওঠা ক্যাচটি নিতে পারেননি। এরপর একশোর্ধ্ব রানের জুটি গড়েন দুই অজি ওপেনার।
মেলবোর্নে এসে আরো সহজ সুযোগ হাতছাড়া করেন আবদুল্লাহ শফিক। শাহিন শাহ আফ্রিদির বলে ডেভিড ওয়ার্নারে সহজ ক্যাচ কীভাবে প্রথমে স্লিপে দাঁড়ানো শফিকের হাত ফসকাল, সেটা নিয়ে গবেষণাই হতে পারে।
চলমান সিডনি টেস্টেও ওয়ার্নার জীবন পেলেন। এবার চরিত্র বদল। প্রথম স্লিপে দাঁড়িয়ে সহজ ক্যাচ ছাড়লেন শফিকের ওপেনিং সঙ্গী অভিষিক্ত সাইম আইয়ুব।
স্বাভাবিকভাবেই সিডনিতে দ্বিতীয় দিন শেষে পাকিস্তান দলের সংবাদ সম্মেলনে ক্যাচিং নিয়ে প্রশ্ন উঠল। সেই প্রশ্নের উত্তরে আগা সালমান বলেছেন, ‘সাইম স্লিপ ক্যাচিং অনুশীলন করছে। আমার মনে হয় প্রথম স্লিপ পজিশনেই কোনো ঝামেলা আছে (হাসি)। আমি যখন অল্প সময়ের জন্য মাঠের বাইরে যাই, ক্যাচ উঠবে ভেবে বাবর দ্বিতীয় স্লিপে দাঁড়িয়েছিল। যারা ক্রিকেটে চোখ রাখে, তারা জানে দ্বিতীয় স্লিপের দিকেই বেশি ক্যাচ যায়।’
‘ক্যাচ ফেলা খেলারই অংশ। অস্ট্রেলিয়ারও ক্যাচ ফেলেছে, এটা যে কারও সঙ্গে হতে পারে। স্লিপে কোনো ক্যাচই সহজ নয়, কারণ খুব বেশি সময় পাওয়া যায় না। আমরা স্লিপে অনেক ক্যাচ নিয়েছিও, সেটা নিয়ে কেউ কথা বলে না।’-আরো যোগ করেন তিনি।
এইচজেএস