পিএইচডির পর আরেকটি সনদ জুইয়ের

সাবেক তারকা অ্যাথলেট ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের কোচ ফৌজিয়া হুদা জুই বিশ্ব অ্যাথলেটিক্সের লেবেল-২ কোচিং সনদ অর্জন করেছেন। ২০২৩ সালের অক্টোবরে থাইল্যান্ডে এক সপ্তাহের একটি কোর্সে অংশগ্রহণ করেন। সেই কোর্সের প্রতিটি মডিউলে তিনি সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
বিশ্ব অ্যাথলেটিক্সে লেবেল-৩ সর্বোচ্চ সনদ। লেবেল-২ সম্পন্ন করার পর এখন জুইয়ের লক্ষ্য লেবেল-৩, 'কিছু সময়ের পর আমি লেবেল-৩ এর প্রস্তুতি গ্রহণ করব। আশা করি বিশ্ব অ্যাথলেটিক্সের সর্বোচ্চ কোচিং ডিগ্রিও অর্জন করতে পারব।’ বাংলাদেশে লেবেল-৩ সনদপ্রাপ্ত কোচরা হচ্ছেন আব্দুল্লাহ হেল কাফী, মেহেদী, কিতাব আলী। তারা সবাই স্প্রিন্টের। থ্রোতে রয়েছেন জব্বার আর জাম্পে রুমি।
নারী জাম্পারদের মধ্যে অন্যতম সেরা জাম্পার ছিলেন জুই। তাই লেবেল-২ কোর্সে তিনি জাম্পকেই বেছে নিয়েছেন, 'লেবেল-১ এ সামগ্রিক বিষয়ের উপর হয়। ২ এর স্প্রিন্ট, জাম্প, থ্রো নানা ভাগ থাকে। আমি নিজে জাম্পার ছিলাম। জাম্পই আমার স্বাচ্ছন্দ্যের জায়গা তাই জাম্পই বেছে নিয়েছি।’ জাম্প বেছে নেয়ার আরেকটি কারণ রুমি ছাড়া জাম্পের উপর দেশে বিশেষজ্ঞ কোচও নেই।

ফৌজিয়া হুদা জুই নারী ক্রীড়াবিদদের মধ্যে প্রথম পিএইচডি সম্পন্ন করেন। এক্সারসাইজ এন্ড স্পোর্টস সাইন্সের উপর তিনি মালয়েশিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার পিএইচির গুরুত্বপূর্ণ অংশ ছিল অ্যাথলেট পারফরম্যান্স। অ্যাকাডেমিকের পাশাপাশি কোচিং ডিগ্রিতেও জুই সর্বোচ্চ স্থানে থাকতে চান।
অ্যাথলেট হিসেবে জুইয়ের জাতীয় ও আন্তর্জাতিক অসংখ্য পদক রয়েছে। সাফ, ইসলামিক গেমস, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস সহ নানা প্রতিযোগিতায় তিনি পদক জিতে দেশের সম্মান বৃদ্ধি করেছেন। অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ জাতীয় ক্রীড়া পুরস্কারও পেয়েছেন এই অ্যাথলেট।
এজেড/এইচজেএস