বাবরকে বিশ্রাম দেওয়ার বিষয়ে যা বললেন হাফিজ

অস্ট্রেলিয়ার মাটিতে আরও একটি সিরিজে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। যেখানে দলীয় ব্যর্থতার পাশাপাশি কাঠগড়ায় ফর্মহীন বাবর আজম। সাবেক এই অধিনায়কের সাম্প্রতিক সময়টা মোটেও ভালো কাটছে না। সে কারণে সাবেক ক্রিকেটাররা তাকে কিছুদিন বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছেন। এ নিয়ে পরে পাকিস্তানের টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজের জানতে চাওয়া হয়। যেখানে বিশ্রাম নেওয়ার বিষয়টা তিনি ছেড়ে দিয়েছেন বাবরের হাতে।
অজিদের সঙ্গে ৩-০ ব্যবধানে শেষ হওয়া সিরিজে বাবর ৬ ইনিংস মিলিয়ে মাত্র ১২৬ রান করেছেন। সে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার বিশ্রাম চেয়েছেন পাকিস্তানের সাবেক স্পিনার মুশতাক আহমেদ। তবে তার সেই দাবি প্রত্যাখ্যান করে দিয়েছেন হাফিজ। বাবরের ফর্মহীনতার বিষয়টি স্বীকার করে তিনি কঠিন সময়েও তার পাশে থাকার কথা জানান।
হাফিজ বলছেন, ‘বাবর আজম বিশ্রাম নিতে পারে। তবে তাকে বিশ্রাম দেওয়ার আগে সে কী চায় সেটা জানা উচিৎ। তাই তার বিশ্রামের প্রয়োজন নেই এই মুহূর্তে, সে হয়তো নিজের কৌশল উন্নতি করতে কথা বলতে পারে। সব সময় প্র্যাকটিস সেশনে খুব পরিশ্রম করছে সে। তার প্রয়োজনীয় যেকোনো সহায়তা করতে টিম ম্যানেজমেন্ট প্রস্তুত আছে।’
— Cricket Pakistan (@cricketpakcompk) January 6, 2024
বাবরের প্রশংসা করে সাবেক এই পাক অলরাউন্ডার আরও বলেন, ‘সে কিন্তু ম্যাচে খারাপ করেনি, তবে এটা ঠিক যে তার বড় ইনিংস খেলা দরকার। একটি বড় ইনিংসই তার আত্মবিশ্বাস ফেরাতে পারে। লাল বলের ক্রিকেট খেলা সব সময়ই কঠিন, তবে যে টেস্টে খেলতে পারে– যেকোনো ফরম্যাটে তার খেলা সম্ভব।’
এর আগে ফর্মহীন অবস্থায় বিরাট কোহলির বিশ্রামের প্রসঙ্গ টেনে বাবরকেও বিশ্রামের পরামর্শ দেন সাবেক স্পিনার মুশতাক আহমেদ। তিনি বলেন, ‘বিশ্বজুড়ে আমরা কোচিং করিয়ে থাকি এবং আমরা যখন দেখি একজন ক্রিকেটার মানসিকভাবে দ্বিধাগ্রস্ত, তখন তাকে ২-৩ ম্যাচে বিশ্রাম রাখা হয়। কোহলি যখন ফর্মে ছিল না, সে বিরতি নিয়েছিল। এরপর আর তাকে সেভাবে সংগ্রাম করতে দেখা যায়নি। পাকিস্তান টিম ম্যানেজমেন্টেরও উচিৎ নিজেদের কতৃত্ব বলে বাবরকে একই পরামর্শ দেওয়া।’
আরও পড়ুন
সাবেক এই পাক ক্রিকেটার আরও বলেন, ‘বাবর এক সময় দারুণ পারফর্ম করেছে, সে আমাদের হিরো। বিশ্বেরও অন্যতম সেরা খেলোয়াড় বিবেচনা করা হয় তাকে। যাইহোক, সে এশিয়া কাপ ও বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক চ্যালেঞ্জিং সময় পার করছে। ক্যাপ্টেন্সি হারিয়েছে, কিছু নেতিবাচক গুঞ্জনও ছিল তাকে ঘিরে— সবমিলিয়ে তার কঠিন সময়ে যে বিশ্রাম দরকার, সেটা আমাদের সংস্কৃতিতে নেই। আমি সেখানে থাকলে, বাবরকে বলতাম যে বিশ্রাম নাও।’
এএইচএস