সংক্ষিপ্ততম টেস্ট আয়োজন করে শাস্তির মুখে কেপটাউন

১৯৩২ সালে মেলবোর্নে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। সেই টেস্টে ফলাফল এসেছিল মাত্র ৬৫৬ বলে। এতদিন এটাই ছিল সবচেয়ে কম বলে ফলাফল পাওয়া টেস্ট। গত সপ্তাহে ৯২ বছরের সেই রেকর্ড ভেঙে দিয়েছে কেপটাউন টেস্ট। যেখানে মাত্র ১০৭ ওভার বা ৬৪২ বলেই প্রোটিয়াদের হারিয়েছে ভারত।
বলের হিসেবে ইতিহাসের সংক্ষিপ্ততম এই টেস্টের ভেন্যু নিউল্যান্ডসের উইকেটকে এবার শাস্তি দিলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। উইকেট অনেক বেশি বোলিং সহায়ক হওয়ায় ম্যাচ রেফারি 'অসন্তোষজনক' উইকেট বলে আইসিসিতে অভিযোগ করেছেন।
ম্যাচ রেফারি ক্রিস ব্রড বলেছেন, 'নিউল্যান্ডসের উইকেট ব্যাটিং করার জন্য খুবই কঠিন ছিল। পুরো ম্যাচেই বল দ্রুত বাউন্স করেছ, যার ফলে শট খেলা খুবই কষ্টদায়ক ছিল। একাধিক ব্যাটারের গ্লাভসে বল আঘাত করেছে এবং অসম বাউন্সের কারণে অনেক উইকেট পড়েছে।'
ফলে নিউল্যান্ডসের উইকেটকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) চাইলে আগামী ১৪ দিনের মধ্যে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে।
আইসিসির নিয়ম অনুযায়ী, ৫ বছরের মধ্যে কোনো ভেন্যু যদি ৬টি ডিমেরিট পয়েন্ট পায় তাহলে সেই মাঠ ১২ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হবে। আর একই সময়ে যদি ১২ ডিমেরিট পয়েন্ট পায় তাহলে ২৪ মাসের জন্য নিষিদ্ধ হবে।
এইচজেএস