যে প্রশ্ন সবার মনে, মেসি কি থাকবেন?

কোপা দেল রে জয়ের স্বাদটা এখনো বার্সেলোনা দলের চোখে মুখে লেগে আছে। রেশটা এখনো কাটেনি। তবে এরই মধ্যে পুরনো প্রশ্নটা মাথাচাড়া দিয়ে উঠেছে আবারও। অধিনায়ক লিওনেল মেসি বার্সেলোনায় থাকবেন তো?
সময়ের হিসেবে ঠিক ৭২১ দিনের শিরোপা খরা। এ সময়ে একটা কোপা দেল রে আর একটা সুপার কোপা দে এস্পানা হেরেছেন মেসিরা। সেটা ঘুঁচেছে রোববার রাতে। মেসিও ছিলেন স্বরূপে। পরোক্ষ অবদান ছিল অন্তত আরও একটা গোলে, দুটো গোল করেছেন, যার দুটোই যেন মেসির দুই সময়ের প্রতিচ্ছবি। দ্বিতীয়টা শেষ কিছুদিনে যেমন করে থাকেন তেমন, বাইলাইনের কাছ থেকে জর্দি আলবা ছাড়লেন নিচু একটা ক্রস, সেটা রক্ষণের জটলা এড়িয়ে জালে জড়াতে ভুল করলেন না মেসি।
আর প্রথমটায় ছিল তার স্বর্ণসময়, সেই গার্দিওলা যুগের ছাপ। মাঝমাঠ থেকে সলো রানে উঠে এলেন প্রতিপক্ষ বিপদসীমার কাছে, সতীর্থ ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের সঙ্গে বারদুয়েক দেওয়া-নেওয়া করে ঢুকে পড়লেন বক্সে। সেখানে ডি ইয়ংয়ের পাসটাই খুঁজে নিয়ে জায়গা বানালেন, একজন ডিফেন্ডার আর গোলরক্ষককে বোকা বানিয়ে আলতো শটে দূরের পোস্ট দিয়ে বলটাকে পাঠালেন জালে।
এমন নৈপুণ্য, এর আগে অ্যান্টোয়ান গ্রিজমান আর ডি ইয়ংয়ের গোল বার্সেলোনাকে এনে দিয়েছে তাদের ৩১তম কোপা শিরোপা, যা অধিনায়ক হিসেবে মেসির প্রথম স্প্যানিশ কাপ। শেষও কি? এমন প্রশ্নও উঠে আসছে বেশ।
তবে ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা অবশ্য মেসির থাকার ব্যাপারে নিঃসন্দেহ। বললেন, 'আমি বুঝে গিয়েছি যে সে থাকতে চায়, আর তাকে রাখতে আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করব।'
সাবেক সভাপতি হোসে মারিয়া বার্তোমিউর কাছে মেসির চাহিদাই ছিল লড়াকু একটা দল আর একটা ভালো ক্রীড়া প্রকল্প। রোববার রাতের ফাইনাল দেখলে অবশ্য সে লড়াকু মনোভাবটা বার্সার বর্তমান দলের আছে কিনা তা বুঝেই যাওয়ার কথা আপনার। লাপোর্তার নিঃসন্দেহ থাকার কারণও এটাই। বললেন, 'আজ আমরা দেখলাম যে সে একটা দারুণ দলের মাঝে আছে, আর বেশ ভালো ফুটবল খেলেছে তারা।'
কোচ রোনাল্ড কোম্যানের কণ্ঠেও ঝরল একই সুর। বললেন, 'আমি জানি না ভবিষ্যৎ কী নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। আশা করছি, এটাই তার শেষ ফাইনাল নয়। সে থাকুক, এটা সবাই চায়।' তবে মেসির সতীর্থ আলবার মত, এতসব অনুমানে লাভ নেই। চূড়ান্ত সিদ্ধান্তটা তো মেসিই নেবেন। তিনি বললেন, 'আমি অনেকবার বলেছি, মেসিই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তটা নেবে। তবে মেসি ক্লাবের প্রতি নিবেদিত, এটা তার জীবনের একমাত্র ক্লাবও।'
এনইউ/এটি