বাংলাদেশ লিগ নিয়ে অপেক্ষা বাড়ল

খেলা বন্ধ। ক্লাবগুলোর খরচ কমেনি। এমন পরিস্থিতিতে করণীয় খুঁজতে বাফুফে ভার্চুয়ালি লিগ কমিটির সভা হয়ে গেল। সেই সভায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর ব্যাপার সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি। সভা শেষে বাফুফের সিনিয়র সহ সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘ক্লাবগুলোর অবস্থান ও মতামত জানলাম। করোনা পরিস্থিতিতে লকডাউনের ব্যাপারে সরকার কি সিদ্ধান্ত নেয়। এর প্রেক্ষিতে আমরা লিগ শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেবো।’
চলমান লকডাউন ২০ এপ্রিল শেষ হচ্ছে। আগামীকাল-পরশুর মধ্যে জানা যাবে লকডাউন বাড়ছে কিনা। এজন্য ২১ এপ্রিল পুনরায় লিগ কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে। এই প্রসঙ্গে লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেন, ‘সামনে এএফসি কাপ ও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে। এই দুইটি প্রতিযোগিতার সঙ্গে সমন্বয় করে ক্লাবগুলোর কাছে খসড়া ফিকশ্চার পাঠানো হবে। ২১ এপ্রিল লিগ শুরু করার ব্যাপারে জরুরি বৈঠক রয়েছে।’
১৪-২০ মে বসুন্ধরা কিংস মালদ্বীপে এএফসি কাপের মুল পর্বে খেলবে। ঢাকা আবাহনী প্লে অফ পর্ব টপকাতে পারলে তারাও খেলবে। আজকের সভায় অধিকাংশ ক্লাব এএফসি কাপ চলার সময় লিগ চলমান রাখার ব্যাপারে মত দিয়েছে। লকডাউন উঠে গেলে বাফুফের পরিকল্পনা ঈদের আগে কয়েক রাউন্ড খেলা পরিচালনা করা। খেলা শুরুর ব্যাপারে বাফুফে ক্রীড়া মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সাথেও আলোচনা করবে।
ক্লাবগুলোকে বিদেশি ফুটবলারদের পারিশ্রমিক দিতে হচ্ছে। করোনায় অধিকাংশ ক্লাবের আর্থিক টানাটানির মধ্যে রয়েছে। বাফুফেকে ক্লাবগুলো তাদের প্রাপ্য অংশগ্রহণ ফি দেয়ার দাবি জানিয়েছে। চলমান লিগ অর্ধেক শেষ হলেও গত আসরেরই অংশগ্রহণ ফি পুরোপুরি পায়নি ক্লাবগুলো।
গত বছর করোনার জন্য পাঁচ রাউন্ড শেষে লিগ পরিত্যক্ত ঘোষিত হয়েছিল। এ বছর ইতোমধ্যে লিগের অর্ধেক শেষ হয়েছে। বসুন্ধরা কিংস প্রথম পর্ব শেষে ১৩ দলের মধ্যে ৩৪ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে।
এজেড/এটি/এনইউ