ম্যাক্সওয়েল-ডি ভিলিয়ার্সে দিশেহারা সাকিবের কলকাতা

শুরুটা মোটেও আশানুরূপ হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তবে এরপরই যেন আগুনে রূপ ধারণ করলেন গ্লেন ম্যাক্সওয়েল। শেষ দিকে রান-উৎসবে যোগ দিলেন এবি ডি ভিলিয়ার্সও। দুজনের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে চলতি আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে সাকিব আল হাসানদের সামনে ২০৫ রানের লক্ষ্য ঝুলিয়ে দিয়েছে বিরাট কোহলির দল।
ভিলিয়ার্স অপরাজিত ৩৪ বলে ৭৬ রানে। তার ইনিংসে ছিল ৯টি চার ও ৩টি ছক্কা। জেমিসন ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪ বলে ১১ রানে নট-আউট। আন্দ্রে রাসেল ২ ওভারে দেন ৩৮ রান। বল হাতে সাফল্য পাননি সাকিব আল হাসানও। নাইটদের এই স্পিনার ২ ওভারে দেন ২৪ রান।
অথচ শুরুটা ভিন্ন কিছুরই আভাস দিচ্ছিল যেন। বিরাট কোহলি ফিরেছিলেন অল্প রানে, ভরুণ চক্রবর্তীর সে ওভারেই বিদায় নেন তিনে নামা রজন মনোহর। টানা দুই জয়ের পর হুড়মুড়িয়ে ভেঙে পড়াকেই যেন মনে হচ্ছিল বেঙ্গালুরুর নিয়তি। তা হয়নি, একজন ম্যাক্সওয়েলের উপস্থিতিতে। পরের দুই ওভারে হরভজন সিং আর সাকিবকে দেখেশুনে খেললেন, প্রতি আক্রমণের শুরু এরপরই। নিজের দ্বিতীয় ওভারটা করতে আসা সাকিব এক ওভারে দিলেন ১৭ রান। এরপর আর তাকে বোলিংয়েই আনেননি অধিনায়ক অইন মরগান।
সময় যত গড়িয়েছে ম্যাক্সওয়েলের ব্যাট হয়েছে ততটাই চওড়া। অপর প্রান্তে দেবদূত পাড়িক্কলকে কেবল সঙ্গ দেওয়া ছাড়া আর কিছুই করতে হয়নি। দলীয় ৯৫ রানে প্রসিদ্ধ কৃষ্ণর বলে তিনি ফিরলে ক্রিজে আসেন এবি ডি ভিলিয়ার্স। তাতে বেঙ্গালুরুর রানের চাকা গতি পায় আরও। দুজনের ঝড়ে শেষমেশ দলের সংগ্রহ দাঁড়ায় ২০৪-এ।
এনইউ/এটি